ভোটের রণকৌশল বৈঠকে ডিসেম্বরে গোয়া, তারপরেই ত্রিপুরা সফরে অভিষেক
দুর্নীতি করেছে বিজেপি : তৃণমূল
বছর শেষেই ত্রিপুরা (Tripura) সফর নিয়ে নয়া ঘোষনা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ২০২২-এর শুরুতেই ত্রিপুরা (TMC in Tripura) যাচ্ছেন অভিষেক। দু'দিনের জন্য ঠাসা কর্মসূচি নিয়ে ত্রিপুরা যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ এমনটাই জানিয়েছেন, ত্রিপুরার ভারপ্রাপ্ত তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, ত্রিপুরার পুরভোটে আক্রান্ত তৃণমূল নেতা-কর্মীদের বাড়ি যাওয়ার পাশাপাশি বিধানসভা ভোটের রণকৌশল তৈরি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, চলতি বছরের ২৬ ডিসেম্বর গোয়া যাওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি গোয়ায় থাকবেন ২৮ ডিসেম্বর পর্যন্ত। সেখানে দলে যোগদান কর্মসূচির পাশাপাশি গোয়ার কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করার কথা রয়েছে অভিষেকের।
এরপরেই ত্রিপুরা সফরে যাবেন অভিষেক। তৃণমূলের অভিযোগ, পুরভোটে ত্রিপুরায় সন্ত্রাস হয়েছে। দুর্নীতি করেছে বিজেপি। ভোটপ্রক্রিয়া চলাকালীন আক্রান্ত হয়েছেন দলীয় বহু নেতা-কর্মী। সে সমস্ত নেতা-কর্মীদের বাড়িতেই যাওয়ার কথা অভিষেকের। তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ার পাশাপাশি আইনি পথে বিজেপির এই হামলার বিরুদ্ধেও গুরুত্বপূর্ণ ঘোষনা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার এমনটাই জানিয়েছেন ত্রিপুরার ভারপ্রাপ্ত তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।