লকডাউন কোন স্থায়ী সমাধান নয়, জুন মাসের মধ্যে মৃত্যুর হার হবে দ্বিগুণ, দেখুন ল্যানসেটের রিপোর্ট

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/04/2021   শেষ আপডেট: 17/04/2021 4:15 a.m.

বিজ্ঞানীরা বলছেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আগামী জুন মাসের মধ্যে মৃত রোগীর সংখ্যা আরো বাড়বে

আগামী জুন মাসের মধ্যে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে হবে দ্বিগুণ। তার সঙ্গে যে হারে করোনাভাইরাস এর ঘটনা বেড়ে চলেছে সেখানে কিন্তু তেমন ভাবে কোন কাজ করবে না লকডাউন। এমনটাই জানাচ্ছে গবেষণা পত্রিকা ল্যানসেটের একটি রিপোর্ট। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জুন মাসের প্রথম সপ্তাহে দেশে দৈনিক মৃত্যু বেড়ে যাবে ২,৩২০ পর্যন্ত। এখনো পর্যন্ত দেশে সর্বাধিক মৃত্যু হয়েছিল ১,২৯০ জনের একদিনে। কিন্তু এখন যে পরিস্থিতিতে ভারত চলছে, সেখানে কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে যাবার আশঙ্কা রয়েছে।

ল্যানসেটের রিপোর্ট আরো জানাচ্ছে, প্রথমে তরুণ প্রজন্মকে টিকাকরনের আওতায় আনতে হবে। শুধুমাত্র ৪৫ বছরের ঊর্ধ্বের মানুষদেরকে নয় এবারে কিন্তু কম বয়সীদের টিকা দেওয়া অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। করোনাভাইরাস নিজেকে কতটা মিউটেন্ট করছে সেটা জানতে জেনোম সিকোয়েন্সিং এর উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সর্তকতা অবলম্বন করা। প্রসঙ্গত উল্লেখ্য, করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউ অনেক বেশি সংক্রামক। উপসর্গহীন এবং মৃদু উপসর্গের রোগীর সংখ্যা প্রচুর। তবে মৃত্যু হার তুলনামূলকভাবে অনেকটা কম এই দ্বিতীয় ঢেউয়ের করোনাভাইরাসে।