আগামী জুনের মধ্যে ৫ কোটি মানুষ পাবেন ভ্যাকসিন: কেন্দ্র
কেন্দ্রীয় সরকারের টার্গেট আগামী ১৫ জুন পর্যন্ত নতুন করে টিকাকরণের একটা খসড়া তৈরি করা
সারা দেশে বর্তমানে সবথেকে বেশি যে জিনিসটির চাহিদা বর্তমানে রয়েছে সেটি হল করোনা ভ্যাকসিন। বিরোধীরা বারংবার অভিযোগ জানাচ্ছেন , সরকার নাকি তাদের ভুল ভ্যাকসিন নীতি বন্টনের জন্য সকলকে সমস্যার মধ্যে ফেলেছে। সঙ্গেই, এই ভ্যাক্সিনেশন নিয়ে সরকারকে প্রতিদিন কাঠগড়ায় তোলাটা একটা হ্যাবিট করে নিয়েছেন কংগ্রেস মুখপাত্র রাহুল গান্ধী (Rahul Gandhi)। তবে এই বিতর্ককে দূরে সরিয়ে রেখে এবারে একটি বড় ঘোষণা করলো কেন্দ্র। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, আগামী ১৫ জুনের মধ্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৫ কোটি ৮৬ লাখ ২৯ হাজার ভ্যাকসিনের ডোজ দেবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের টার্গেট আগামী ১৫ জুন পর্যন্ত নতুন করে টিকাকরণের একটা নতুন খসড়া তৈরি করা। এবং তার মধ্যে যতটা বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়া।
জানিয়ে রাখি, বর্তমানে ভারতে ১৮ বছরের কম বয়সীদের টিকাকরণ শুরু করা হয়েছে। কিন্তু ভ্যাকসিনের যোগান কম, তাই এই ভ্যাকসিনেশন বলতে গেলে এখন বিশ বাঁও জলে। অনেকের আবার দাবি, প্রথম ডোজ পাওয়ার পরেও দ্বিতীয় ডোজ পাওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় সরকার ঘোষণা করে দিয়েছে এখন থেকে যদি কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিতে চান তাহলে আপনাকে ১২ থেকে ১৬ সপ্তাহ অপেক্ষা করতে হবে। অনেকে আবার এটাকে ভ্যাকসিন যোগান করার একটা রাস্তা হিসেবে মনে করছেন। এতদিন পর্যন্ত সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল সরকার নাকি ভ্যাক্সিনেশন পিছিয়ে দিতে চাইছেন। কিন্তু, এই সবকিছুকে চ্যালেঞ্জ করে এবারে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, আগামী জুন মাসের মধ্যেই প্রায় ৫ কোটি মানুষের টিকাকরণ করবে কেন্দ্রীয় সরকার।