করোনা মোকাবিলায় ৪২টি দেশের সাহায্য পাচ্ছে ভারত, দেখুন কোন দেশ কিভাবে করছে সাহায্য
ভারতের ভয়াবহ পরিস্থিতিতে অন্য দেশের থেকে সাহায্য অত্যন্ত প্রয়োজন এই মুহূর্তে
ভারতে বর্তমানে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ চলছে এবং পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে এবারে ভারতের সাহায্য করতে উদ্যত হয়েছে বিশ্বের ৪২ টি দেশ। ইতিমধ্যেই ২১ টি দেশ তাদের সাহায্য পাঠিয়ে দিয়েছে। ভারতের বর্তমানে সবথেকে বেশি প্রয়োজন দুটি জিনিস অক্সিজেন এবং ওষুধ। অক্সিজেনের চাহিদা মেটাতে প্রয়োজন হবে লিকুইড অক্সিজেন ও অক্সিজেন কনসেনট্রেটর। অন্যদিকে ওষুধ হিসেবে বর্তমানে ব্যবহার হচ্ছে জনপ্রিয় অ্যান্টিভাইরাল ড্রাগ রেমদেসিভির। বর্তমানে ভারতে মেডিকেল অক্সিজেনের সাপ্লাই ৫৭০০ মেট্রিক টন থেকে বাড়িয়ে ৯৪৮০ মেট্রিক টন করে দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য দেশগুলো থেকে ও সাহায্য পাচ্ছে ভারত। ইতিমধ্যেই, আন্তর্জাতিক বিভিন্ন দেশে থেকে ২০,০০০ অক্সিজেন সিলিন্ডার, ১১,০০০ অক্সিজেন কনসেনট্রেটর, ৩০টি অক্সিজেন ট্যাংকার এবং ৭৫ টি অক্সিজেন জেনারেটর প্লান্ট পেয়েছে ভারত।
ওষুধের দিক থেকে বর্তমানে ভারতের লক্ষ্য হলো দিনে ৩ লক্ষ্য অথবা দেশে ১ কটি মেডিসিন তৈরি করা। এই কাজে সাহায্য করছে আমেরিকার বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি গিলিয়াড সাইন্সেস। তারা ইতিমধ্যেই রেমদেসিভিরের ১.৫ লক্ষ ভায়াল পাঠিয়ে দিয়েছে। আরো ১.৫ লক্ষ ভায়াল আর কিছুদিনের মধ্যেই চলে আসবে। মিশরের কম্পানি ইভা ফার্মাসিউটিক্যাল ভারতে ৪ লক্ষ ডোজ পাঠাচ্ছে। তার পাশাপাশি বাংলাদেশ, জার্মানি, উজবেকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহী থেকে সাহায্য পাচ্ছে ভারত। তবে শুধুমাত্র এই ওষুধটি নয় আরো দুটি ওষুধ বর্তমানে ব্যবহার করা হচ্ছে করোনা চিকিৎসার জন্য। এর মধ্যে রয়েছে Tocilizumab এবং Favipiravir। এই দুটি ওষুধ যথাক্রমে সুইজারল্যান্ড এর কোম্পানি রচে এবং রাশিয়ার কোম্পানি রো-অ্যাক্টেমরা ভারতে পাঠানোর পরিকল্পনা নিচ্ছে।