ভোটের আগে কল্পতরু যোগী সরকার! ২১৭ টি শহরে চালু হচ্ছে ফ্রি WiFi পরিষেবা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/07/2021   শেষ আপডেট: 24/07/2021 6:09 p.m.
https://www.youtube.com/watch?v=Y7lwvgLESc8

১৫ আগস্ট থেকে উত্তরপ্রদেশে ফ্রি WiFi পরিষেবা চালু হবে

গোটা রাজ্যজুড়ে পাওয়া যাবে বিনামূল্যে ওয়াইফাই (Free WiFi Service) পরিষেবা। এমনটাই ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের (Uttarpradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি বলেছেন, "পাবলিক প্লেসে এবার থেকে হাইস্পিড ফ্রি ওয়াইফাই পরিষেবা দেবে উত্তরপ্রদেশ সরকার।" প্রথমে রাজ্যের ২১৭ টি শহরে ফ্রি ওয়াইফাই পরিষেবা চালু করা হবে। শহরগুলির মধ্যে রয়েছে মথুরা, গাজিয়াবাদ, অযোধ্যা, কানপুর, আলিগড়, আগ্রা, মিরাট, ঝাঁসি, বারেলি, মোরাদাবাদ, গোরক্ষপুর, সাহারানপুর, মিরাট ইত্যাদি। ইতিমধ্যেই ফ্রি ওয়াইফাই পরিষেবা দেওয়ার জন্য কাজ শুরু হয়ে গিয়েছে এবং সরকারি আধিকারিকরা বিভিন্ন ইন্টারনেট কোম্পানির সাথে যোগাযোগ করেছে। জানা গিয়েছে, আগস্ট মাসের ১৫ তারিখ থেকে এই পরিষেবা চালু হয়ে যাবে। তবে বাড়িতে বসে ওয়াইফাই পরিষেবা ব্যবহার করা যাবে না। বিভিন্ন পাবলিক প্লেস যেমন রেলওয়ে স্টেশন, সরকারি কার্যালয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে এই ওয়াইফাই পরিষেবা পাওয়া যাবে।

সরকারের পক্ষ থেকে জানা গিয়েছে বড় শহরের দুটি বিশেষ স্থানে ফ্রি ওয়াইফাই ইনস্টল করা হবে এবং ছোট শহরগুলিতে কেবলমাত্র একটি স্থানে ফ্রি ওয়াইফাই পরিষেবা দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। ২০২৪ সালে লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশের বিধানসভা ভোট খুবই তাৎপর্যপূর্ণ। আসলে উত্তরপ্রদেশ ফের যোগী সরকারের হাতে গেলে জাতীয় রাজনীতিতে বিজেপির ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে। তাই উত্তরপ্রদেশে বর্তমানে বিজেপি সরকার মানুষের জন্য কল্পতরু হয়ে উঠেছে। বলা যেতে পারে, ভোটে জেতার প্রোপাগণ্ডা অনুযায়ী রাজ্যের ২১৭ টি শহরে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা প্রদান করা হচ্ছে।