এবার ৪৫ ঊর্ধ্বের সকলেই পাবে করোনা টিকা, শুরু হবে ১ লা এপ্রিল থেকে
দ্রুত টিকা নেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রকাশ জাভেদকার
করোনা ভাইরাস প্যানডেমিক গত বছর থেকে গোটা বিশ্বের মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলেছে। আগের বছর প্রায় ৫ মাস ভারতে লকডাউন থাকার পর ধীরে ধীরে আনলক প্রক্রিয়া চালু হয়েছে। তবে বছরের শুরুতে রোগের প্রতিষেধক ভ্যাকসিন আবিষ্কার হওয়ায় অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে গোটা বিশ্ববাসী। ভারতে বেশ কয়েক মাস আগে থাকতেই করোনা ভাইরাস ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। প্রথম স্তরে শুধুমাত্র করোনা যোদ্ধারা এই ভ্যাকসিন পেয়েছিল। এরইমধ্যে সম্প্রতি করোনাভাইরাসের নতুন স্ট্রেন আবার দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। তাই আজ অর্থাৎ মঙ্গলবার ভারত সরকার করোনা টিকাকরন প্রক্রিয়া দ্রুত করার সিদ্ধান্ত নিয়েছে।
ইউনিয়ন মিনিস্টার প্রকাশ জাভেদকার আজ অর্থাৎ মঙ্গলবার ঘোষণা করেছে, "আগামী ১ লা এপ্রিল থেকে দেশবাসী প্রত্যেককেই এই ভ্যাকসিন নিতে পারবে যাদের বয়স ৪৫ বছরের বেশি।" সেইসাথে তিনি অনুরোধ করেছেন যে যারা ৪৫ বছরের ঊর্ধ্বে, তারা যত দ্রুত সম্ভব টিকাকরন প্রক্রিয়ায় নিজ নাম নথিভুক্ত করে টিকা নিয়ে নিন। প্রসঙ্গত, বিজ্ঞানীরা জানিয়েছে কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজ, প্রথম ডোজ নেওয়ার ৪ সপ্তাহ থেকে ৮ সপ্তাহের মধ্যে নিতে হবে।