সংকটের মাঝে হরিয়ানার হাসপাতাল থেকে চুরি ১,৭১০ করোনা টিকা, তদন্তে নেমেছে পুলিশ
হরিয়ানা রাজ্যের ঝিন্ধ জেলার সিভিল হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে
করোনা সংক্রমনের ঊর্ধ্বমুখী গ্রাফ দেখে ভবিষ্যৎ সম্বন্ধে যথেষ্ট উদ্বেগে রয়েছে দেশবাসী। প্রায় প্রতিদিন ৩ লাখের কাছাকাছি মানুষ এই মারণরোগে আক্রান্ত হচ্ছেন। এরইমধ্যে দেশজুড়ে টিকাকরন প্রক্রিয়াতে গতি আনা হয়েছে। এরমাঝে বিভিন্ন জায়গা থেকে টিকা নষ্টের খবর আসছে। তবে সম্প্রতি হরিয়ানাতে টিকা চুরির ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে হরিয়ানা রাজ্যের ঝিন্দ জেলার সিভিল হাসপাতালের গুদাম থেকে ১৭১০ টি করোনা ভ্যাকসিন ডোজ চুরি হয়ে গেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে তাদের ওই গুদামঘরে অনেক ধরনের ওষুধের সাথে ছিল ওই করোনার প্রতিষেধক। তবে কোন ওষুধ চুরি না গেলেও শুধুমাত্র করোনা টিকা হাতিয়ে পালিয়েছে চোর।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গুদামঘর থেকে ৪৪০ টি কোভ্যাক্সিন ও বাকি কোভিশিল্ড চুরি হয়েছে। যেখানে এইসব টিকা ছিল সেখানে কোন সিসিটিভি ক্যামেরা বা নিরাপত্তাকর্মী ছিলনা। ইতিমধ্যেই স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, চুরি ছাড়াও বিভিন্ন রাজ্যের বিরুদ্ধে টিকা নষ্টের অভিযোগ সামনে আসছে। সবচেয়ে বেশি অভিযোগ আসছে তামিলনাড়ু, হরিয়ানা, পাঞ্জাব, মনিপুর ও তেলেঙ্গানা থেকে।