৯২ দিনেই ভারতে ভ্যাকসিনেশন হয়েছে ১২ কোটির, জানালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/04/2021   শেষ আপডেট: 18/04/2021 4:40 p.m.

এত কম সময়ে কোন দেশে ভ্যাকসিনেশন হয়নি বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

চলতি বছরের শুরুতে করোনা পরিস্থিতি অনেকটা আয়ত্তের মধ্যে এলেও বর্তমানে আবারো পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমনের মাত্রা। দেশজুড়ে দৈনিক সংক্রমণ আকাশ ছুঁয়েছে। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে দৈনিক সংক্রমনের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার। তবে এর মাঝেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশজুড়ে ভ্যাকসিনেশন প্রক্রিয়া বেশ সফলভাবেই হচ্ছে। মাত্র ৯২ দিনের মধ্যে দেশজুড়ে ১২ কোটি মানুষের ভ্যাকসিনেশন সম্পন্ন হয়েছে ভারত ছাড়া অন্য কোন দেশে এত দ্রুততার সাথে এই কাজ হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের এই কাজ করতে সময় লেগেছিল ৯৭ দিন ও চীন সময় নিয়েছিল ১০৮ দিন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ৯১ লাখ ২৮ হাজার ১৪৬ জন স্বাস্থ্যকর্মী দেশজুড়ে প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছে এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ৫৭ লাখ ৮ হাজার ২২৩ জন। এছাড়া ৪৫ বছরের ঊর্ধ্বে মোট ৪ কোটি ৪ লাখ ৭৪ হাজার ৯৯৩ জন প্রথম ও দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছে। ভ্যাকসিন নেওয়ার নিরিখে গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান ও উত্তরপ্রদেশ সবচেয়ে এগিয়ে আছে। এই চারটি রাজ্য থেকেই ১ কোটির বেশি ভ্যাকসিনেশন সম্পন্ন হয়েছে।