করোনার নতুন স্ট্রেনে ভারতে আক্রান্ত ১১৬ জন, জানালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/01/2021   শেষ আপডেট: 16/01/2021 7:14 p.m.

নতুন স্ট্রেনে আক্রান্ত ব্যক্তিদের সিঙ্গেল রুম আইসোলেশনে রাখা হয়েছে

গত বছরের মার্চ মাস থেকে বিশ্ব তথা দেশের জনজীবন বিপন্ন করেছে করোনা ভাইরাস প্যানডেমিক। চলতি বছরের শুরুতে ভ্যাকসিন এলেও নতুনভাবে ভয়ের সঞ্চার করেছে বিদেশের নয়া করোনা স্ট্রেন SARS-CoV-2। কিছুদিন আগে এটি বিদেশে পাওয়া গেলেও ইতিমধ্যেই ভারত ভূখণ্ডেও ছড়িয়ে যাচ্ছে করোনার ওই নতুন স্ট্রেন। দেশের স্বাস্থ্যমন্ত্রকের তরফে আজ অর্থাৎ শনিবার জানানো হয়েছে, ইতিমধ্যেই গোটা দেশে ১১৬ জন নতুন করোনা ভাইরাস স্ট্রেনে আক্রান্ত।

দেশের স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে সমস্ত নতুন স্ট্রেনে আক্রান্ত ব্যক্তিদের সিঙ্গেল রুম আইসোলেশনে রাখা হয়েছে। সেই সাথে তারা কোয়ারেন্টাইনে আসার আগে কাদের সাথে দেখা করেছিল বা তাদের পরিবারের লোকজনদের খোঁজা হয়েছে। তাদের শরীরে করোনাভাইরাসের নতুন স্ট্রেন আছে নাকি তা পরীক্ষা করা হচ্ছে। সরকার এই বিষয়টি নিয়ে খুবই সর্তকতা অবলম্বন করেছে। এইসব রোগীর সমস্ত স্যাম্পেল পরীক্ষা হচ্ছে INSACOG ল্যাবে। বর্তমানে নতুন স্ট্রেনের করোনাভাইরাস ডেনমার্ক, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইটালি, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, কানাডা ইত্যাদি জায়গায় পাওয়া যাচ্ছে।