দ্বিজেন্দ্রলাল রায়ের "ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা" সংগীতের মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা কালে দীর্ঘ ১৫ মাস পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদেশ সফরে যেতে দেখা গেল। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ঢাকায় পৌঁছান মোদী। এ নিয়ে দুই দেশের মধ্যে আন্তর্জাতিক স্তরে তৎপরতা ছিল তুঙ্গে।
শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ নরেন্দ্র মোদী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দুই দিনের সফরে দু'দেশের মধ্যে বেশ কিছু কূটনৈতিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তার পাশাপাশি এ বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার অর্ধ শতক। তার অর্থ ২০২১ এ দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে। তাই পূর্বসূচি অনুযায়ী নরেন্দ্র মোদীর এই বাংলাদেশ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ।
স্বয়ং শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। তারপর মোদীকে গার্ড অফ অনারে সম্মানিত করা হয়। নরেন্দ্র মোদী সবার প্রথমে সাভারে জাতীয় স্মৃতি সৌধে ৭১ -এর মুক্তি যোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন মোদী।
গত এক বছরে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কমতে শুরু করেছে বলে রাজনৈতিক একাংশের অভিযোগ। রোহিঙ্গা সমস্যা, এনআরসি সিএএ সমস্যার কারণে দু'দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের খবর বাংলাদেশের কিছু কট্টর মৌলবাদী সংগঠন তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহের পাশাপাশি প্রধানমন্ত্রী সম্পর্কে অনেক কুরুচিপূর্ণ মন্তব্য করতে শোনা গেছে। এমন অবস্থায় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ।
দু'দেশের প্রধানমন্ত্রী সন্ধ্যায় পণ্ডিত অজয় চক্রবর্তীর বিশেষ গানের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ২৭ মার্চ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি দর্শন এবং সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুরে যশোরেশ্বরী মন্দিরে পুজো দেবেন। একই দিন ওড়াকান্দিতে মতুয়াদের মন্দির দর্শন করবেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে শ্রী মোদীর এই মতুয়া মন্দির দর্শন যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বিশেষ সূত্রের খবর।মোদীর কথায় দুই প্রতিবেশী দেশের ভাষাগত, সাংস্কৃতিক গভীর সম্পর্ক রয়েছে। সেই ধারাকে বজায় রেখে নরেন্দ্র মোদীর এই বাংলাদেশ সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।