ট্রাম জমানা আপাতত শেষ। আগামী চার বছর জো বাইডেন। সারা বিশ্ব উত্তেজিত হয়ে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছে আমেরিকার নতুন প্রেসিডেন্টের দিকে। কিন্তু ভারতের অবস্থানের দিকে তাকিয়ে ছিলো গোটা বিশ্ব। ট্রাম্পের ‘বিশেষ বন্ধু’ মোদী ঠিক কিভাবে অভিবাদন জানান ট্রাম্প বধ করা বাইডেন-কে সেটা দেখতে উত্তেজিত ছিলো সকলেই।
জো বাইডেন শপথ গ্রহণ করার কিছুক্ষনের মধ্যেই একাধিক টুইট ভেসে এলো মোদীর টুইটার অ্যাকাউন্ট থেকে। “উষ্ণতম অভ্যর্থনা” জানিয়ে মোদী লিখলেন, “ভারত-আমেরিকার কৌশলগত সম্পর্ককে মজবুত করতে বাইডেনের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।”
এছাড়াও ইন্দো মার্কিন সম্পর্ক আরও শক্ত বুনিয়াদে নিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি লেখেন, “ভারত-মার্কিন সম্পর্ক যৌথ মূল্যবোধের উপরই নির্ভর করে আছে। দু'দেশের মধ্যে বহু গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক কর্মসূচি ছাড়াও। ক্রমবর্ধমান আর্থিক যোগাযোগ এবং মানুষের মধ্যে আত্মীয়তার যোগ আছে। ভারত-মার্কিন সম্পর্ককে আরও বড়ো জায়গায় নিয়ে যেতে জো বাইডেনের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।”
নতুন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিবাদন জানিয়ে টুইট করেন মোদী।