নির্বাচনী প্রচারে গিয়ে দুবার ভারতের সমালোচনা শোনা গেলো ট্রাম্পের মুখে। আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেনের সাথে সরাসরি বিতর্কের প্রথম পর্যায়ে করোনায় মৃত্যুর সংখ্যা প্রসঙ্গে ট্রাম্প বলেছিলেন, "আপনি যখন সংখ্যা নিয়ে কথা বলছেন, তখন জানাই, আপনি জানেন না চিনে, রাশিয়ায়, ভারতে কত জন মারা গিয়েছেন। এরা কেউই একদম সঠিক তথ্যটা দেয় না।’’ সম্প্রতি এই বিতর্কের চূড়ান্ত পর্যায়ে প্যারিস চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া প্রসঙ্গে বলতে গিয়ে ট্রাম্প বললেন, "চিন, রাশিয়া, ভারতকে দেখুন। ওদের বাতাস কতো নোংরা! আমি প্যারিস চুক্তি থেকে বেরিয়ে এসেছিলাম কয়েক ট্রিলিয়ন ডলার বাঁচাতে।"
আমেরিকার সবথেকে বড়ো দুই শত্রু চিন ও রাশিয়ার সাথে একসাথে ভারতের নাম উঠে আসায় ভারত আমেরিকা সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।