জনজীবনের নানা সমস্যা সহ হাথরাস কাণ্ডে বিজেপি রাজ্য সরকারের পুলিশ–প্রশাসনের ভূমিকায় মানুষ যখন ক্ষোভে ফুঁসছে, ঠিক তখন সামনে এল প্রধানমন্ত্রীর উদ্দেশে ইংল্যান্ডের প্রখ্যাত ব্যক্তিদের একটি খোলা চিঠি৷ এতে সই করেছেন লেবার পার্টির এমপি জেরেমি করবিন, জন ম্যাকডোনেল সহ শিল্প, সাহিত্য, সাংবাদিকতা, আইন ও রাজনীতি জগতের ২০০ জনেরও বেশি খ্যাতনামা মানুষ৷ চিঠিতে তাঁরা বিজেপি পরিচালিত এনডিএ সরকারের ‘‘স্বৈরাচারী এবং আধিপত্যবাদী’’ কার্যকলাপের নিন্দা করেছেন৷
শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে যোগদানকারী ছাত্রছাত্রী, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের সদস্যদের বিরুদ্ধে যেভাবে অপরাধের অভিযোগ আনছে মোদী সরকার, তা নিয়ে তাঁদের অভিযোগ৷ বলেছেন, ‘‘গত কয়েক মাস ধরে ভারত যখন কোভিড–১৯ অতিমারির গ্রাসে, তখন প্রতিবাদকে অপরাধ বলে দাগিয়ে দেওয়ার তীব্রতা অভূতপূর্ব ভাবে বৃদ্ধি পেয়েছে৷’’ অথচ সাম্প্রদায়িকতায় উস্কানি দেওয়া সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না শাসক দলের নেতাদের বিরুদ্ধে৷ বিশ্বের চোখে ভারতের ভাবমূর্তি এর আগে কখনও এতটা নিচে নেমে যায়নি বলে দুঃখপ্রকাশ করেছেন তাঁরা৷