অত্যন্ত জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল গতবছর ভারত চিন দ্বন্দ্বের মাঝে ভারত থেকে ব্যান হয়ে গিয়েছিল। তারপর বারংবার পাবজি মোবাইল কামব্যাক করতে চাইলেও শেষপর্যন্ত কেন্দ্র সরকার তার অনুমতি দেয়নি। তবে এবার গেমারদের জন্য সুখবর আনলেন ভারতের পাবজি মোবাইল জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর GodNixon। সে অনলাইনে পাবজি গেম প্লে প্রকাশ করে এবং তার কনটেন্ট বেশ জনপ্রিয়। এছাড়াও সে বিভিন্ন পাবজি টুর্নামেন্ট খেলে জিতেছে। সে বর্তমানে একটি ভিডিও শেয়ার করে পাবজি মোবাইলের ভারতে লঞ্চ হওয়ার কথা জানিয়ে দিয়েছেন। তিনি ভিডিওর ক্যাপশনে বলেছেন, "পাবজি মোবাইল লাইভ আপডেট! গভমেন্ট অ্যাপ্রুভড।" এছাড়াও তিনি বলেছেন, "ভারত সরকার পাবজি মোবাইলকে ভারতে ফেরার জন্য গ্রিন সিগন্যাল দিয়েছে। যদিও এখনো রিলিজ ডেট বা মাস সম্বন্ধে জানা যাচ্ছেনা। এটা বলা যায় যে নতুন রূপে পাবজি মোবাইল ভারতে রিলঞ্চ করবে।"
অন্যদিকে পাবজি মোবাইল কোম্পানি ভারতে তাদের গেমটি লঞ্চ করার জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছিল। তারা চেন্নাইতে একটি পাবজি মোবাইল কোম্পানির অফিস চালু করেছে এবং তাতে নিয়োগও হয়েছে। পাবজি মোবাইল মূলত ব্যান হয়েছিল ডাটা নিরাপত্তা সংক্রান্ত সমস্যার জন্য। তাই এবার কোম্পানি ডেটা হোস্ট করার জন্য Microsoft Azure-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। তারা মূলত নতুনভাবে ভারতে পাবজি মোবাইল ইন্ডিয়া লঞ্চ করতে চলেছে। জানা গিয়েছে, নতুন গেমে ভারতীয় সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে একাধিক পরিবর্তনও করা হয়েছে।