এবারে আপনাকে বিনামূল্যে সিম কার্ড অফার করতে চলেছে বিএসএনএল। আগামী ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত আপনারা এই দুর্দান্ত অফার পেয়ে যেতে চলেছেন। এই অফারের নাম দেওয়া হয়েছে BSNL FAMILY - Free SIM offer। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গত ১ জানুয়ারি এই অফার শেষ হয়ে যাবার কথা, কিন্তু জনপ্রিয়তার জন্য এটিকে ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। অর্থাৎ আপনারা আরো একমাস সময় পেয়ে যেতে চলেছেন।
যারা নতুন কানেকশন নেবেন এবং নিজের নম্বর পোর্ট করাবেন তাদের জন্য এই অফার আনা হয়েছে। তাদেরকে বিনামূল্যে সিম কার্ড অফার করা হবে। এই অফারে আপনার কাছ থেকে কোন অতিরিক্ত চার্জ নেওয়া হবে না। অর্থাৎ বিএসএনএলের সিম কার্ড কিনতে যে ২০ টাকা প্রয়োজন হয় সেটা লাগবেনা। তবে জানিয়ে রাখি, আপনাদের কিন্তু অবশ্যই প্রথম রিচার্জ ১০০ টাকার বেশি করতে হবে। নাহলে এই অফার আপনি গ্রহণ করতে পারবেন না।