গতকাল দুপুরে হাসপাতালে ভর্তির কয়েক ঘন্টার মধ্যেই একটি স্টেন্ট বসানো হয়েছিল সৌরভ গাঙ্গুলীর শরীরে। তবে অবস্থার অবনতি হলে বাইপাস সার্জারির কথা ভেবেছিলেন চিকিৎসকেরা। কিন্তু সেই অস্ত্রোপচারের দরকার হবেনা। বসানো হবে আরও দুটো স্টেন্ট।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে যে এখন সৌরভ ভালো আছে। কথা বলছে। রাতে ভালোই ঘুম হয়েছে তাঁর। গায়ের উত্তাপও স্বাভাবিক। জ্বর নেই। ইসিজি রিপোর্টও ঠিকঠাক। সৌরভের শারীরিক পরিস্থিতির ব্যাপারে চিকিৎসক দেবী শেঠির পরামর্শ নেওয়া হবে বলে সূত্রের খবর। রবিবার সকালে সৌরভকে দেখতে হাসপাতালে আসেন শিলিগুড়ির পুরপ্রশাসক অশোক ভট্টাচার্য্য। হাসপাতালে আসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও।