টোকিও অলিম্পক্সে (Tokyo Olympics) বেলজিয়ামের বিরুদ্ধে হকি সেমিফাইনালে পরাজিত হয়েছে ভারত (India)। এই বছরের মত ভারতীয় পুরুষ হকি দলের সোনা জয়ের স্বপ্ন অধরাই রইল। তবে এখনও অব্দি তাঁদের ব্রোঞ্জ জয়ের সম্ভাবনা রয়েছে। সেমিফাইনাল ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে খেলতে নেমে ৫-২ গোলে পরাজিত হয় ভারত। খেলার শুরু থেকেই দুই দল সমানে সমানে টক্কর দিচ্ছিল। কিন্তু চতুর্থ কোয়ার্টারে বেলজিয়ামের আগ্রাসী মনোভাবের সামনে মাথানত করতে বাধ্য হয় মনদীপ স্কোয়াড। খেলার প্রথম কোয়ার্টারে প্রথমে বেলজিয়াম একটি গোল করে এগিয়ে যায়। তবে সেটি কিছুক্ষণের মধ্যেই শোধ করে নেয় হরমনপ্রীত সিংহ। দ্বিতীয় কোয়ার্টারে বেলজিয়াম ফের একটি গোল করে এবং তা শোধ করে নেন বিশ্বমানের ফিনিশার মনদীপ। হাফ টাইমে ম্যাচের ফল ছিল ২-২।
চতুর্থ কোয়াটার শেষ হওয়ার ৭ মিনিট আগে হ্যাটট্রিক করেন বেলজিয়ামের হেনড্রিক্স। ৪-২ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। খেলার শেষ মিনিটে বেলজিয়ামের ডহম্যান আরও একটি গোল করে ভারতকে পরাজিত করে। তবে ভারত পরাজিত হলেও এই দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করে লিখেছেন, "জেতা হারা জীবনের অঙ্গ। আমাদের ছেলেদের হকি দল টোকিও অলিম্পিক্সে নিজেদের সেরাটা দিয়ে খেলেছে গোটা টুর্নামেন্ট। সেটাই হল প্রধান বিষয়। পরবর্তী ম্যাচের জন্য তাঁদের শুভেচ্ছা রইল। ভারত তোমাদের জন্য গর্বিত।"