টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics) আসরে স্বপ্নভঙ্গ হল মেরি কমের (Mary Kom)। আজ অর্থাৎ বৃহস্পতিবার ৫১ কেজি বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে হেরে অলিপিক্স থেকে বিদায় নিলেন মেরি কম। প্রথম রাউন্ডে ইনগ্রিট জিতে গিয়ে মেরি কমের ওপর চাপ সৃষ্টি করেছিল। তবে দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু শেষমেশ জয়ের হাসি হাসলেন কলম্বিয়ান বক্সার। আসলে প্রথম রাউন্ডে পাঁচ বিচারকের মধ্যে ৪ জন এগিয়ে রেখেছিলেন কলম্বিয়ান বক্সারকে। একজন রায় দেন মেরির অনুকূলে। দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডে তিনজন বিচারক মেরিকে এগিয়ে রাখেন। ২ জন ভ্যালেন্সিয়াকে সমর্থন করেন। তিন রাউন্ড মিলিয়ে পয়েন্টের নিরিখে মেরিকে পরাজিত করেন ভ্যালেন্সিয়া। মেরি কম ২:৩ ব্যবধানে হেরে গিয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে যান। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের টোকিও অলিম্পিক্স মেরির শেষ অলিম্পিক্স ছিল।
লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন মেরি কম। বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি সোনা জিতেছেন ৬ বার। এই রেকর্ড গোটা বিশ্বে আর কারোর নেই। এছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরো দুটি পদক রয়েছে তাঁর। এশিয়ান এবং কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন মেরি কম। পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার সহ একাধিক পুরস্কার পেয়েছেন তিনি গোটা জীবনে। জানিয়ে রাখা ভাল যে মেরি কম বর্তমানে রাজ্যসভার সাংসদ।
বাউটের স্কোর:
প্রথম রাউন্ডে মেরি বনাম ভ্যালেন্সিয়া: ৯-১০, ৯-১০, ১০-৯, ৯-১০, ৯-১০
দ্বিতীয় রাউন্ডে মেরি বনাম ভ্যালেন্সিয়া: ৯-১০, ৯-১০, ১০-৯, ১০-৯, ১০-৯
তৃতীয় রাউন্ডে মেরি বনাম ভ্যালেন্সিয়া: ৯-১০, ১০-৯, ১০-৯, ৯-১০, ১০-৯
মেরি বনাম ভ্যালেন্সিয়া সার্বিক স্কোর: ২৭-৩০, ২৮-২৯, ৩০-২৭, ২৮-২৯, ২৯-২৮