খুশির খবর সোনার ছেলে নীরজ চোপড়া সহ আরও ১০ জন খেলোয়াড়দের জন্য। দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান খেলরত্নের জন্য মনোনীত হলেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া। তবে শুধুমাত্র নীরজ নয়, তাঁর পাশাপাশি খেলরত্নের জন্য মনোনীত হয়েছেন আরও দশজন ক্রীড়াবিদ।
সংবাদসংস্থা সূত্রের খবর, নীরজ চোপড়া ছাড়াও বক্সিং থেকে লভলিনা বরগোহাঁই এবং ফুটবলার সুনীল ছেত্রী, হকি খেলোয়াড় পি আর শ্রীজেশ, মহিলা ক্রিকেটার মিতালি রাজ এবং কুস্তিগীর রবি দাহিয়ার নামও মনোনীত হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্নের জন্য। খুশির জোয়ারে সমস্ত খেলোয়াড়রা। ভালোবাসা উপছে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
এছাড়াও টোকিও প্যারামিম্পিক্সে দুটি পদকজয়ী ভারতের প্রথম মহিলা আ্যাথলিট অবনী লেখারার নামও মনোনিত হয়েছে খেলরত্নের জন্য। এছাড়া জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্টিলের নামও রয়েছে।
প্রসঙ্গত, অগস্ট মাসের শুরুতেই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদলে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।