আরব সাগরের তীরে, মুম্বাইতে (Mumbai) অনুষ্ঠিত হতে চলেছে আই পি এল ২০২২ (IPL 2022)। সম্ভবত, এই বছরের সফরসূচি পুরোটাই মুম্বইতে সীমাবদ্ধ। ২৭ মার্চ তারিখকে আপাতত আনুষ্ঠানিক সূচনার দিন হিসেবে ভাবা হয়েছে। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর (BCCI) বৈঠকে এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে, সব পরিস্থিতি অনুকূল থাকলে উক্ত তারিখেই চলতি বছরের আইপিএল শুরু হতে চলেছে। মুম্বইতে এই ক্রিকেটের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে, এক সঙ্গে তিনটি স্টেডিয়ামে খেলার সুযোগ পাওয়া যাবে। ওয়াংখেড়ে (Wangkhede), ব্র্যাবোর্ন (Babrone) এবং নবী মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে (D Y Patil Stadium) ম্যাচগুলি সম্পন্ন করা যাবে। এই সুবিধা ভারতের আর কোনও শহরে নেই। কাজেই, ক্রিকেটারদের বিমানের মাধ্যমে বিভিন্ন শহরে যাওয়ার অবকাশ থাকছে না। এতে তাদের বায়ো-বাবল (Bio bubble) এর মধ্যে থাকার সম্ভাবনাও কম থাকছে। এছাড়া দরকার হলে পুণের (Pune) স্টেডিয়ামেও খেলার সুযোগ থাকছে। অপরদিকে, মুম্বইতে করোনা সংক্রমণের গ্রাফও নিম্নমুখী।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর আইপিএল ভারতেই শুরু হলেও, কিছুদিন পর বিভিন্ন দলের মধ্যে করোনা সংক্রমণ নজরে আসে। এক শহর থেকে অন্য শহরে বিমানে যাতায়াতের কারণে জৈবদুর্গ ভেদ করে করোনা ভাইরাস আক্রমণ করে ক্রিকেটারদের শরীরে। ফলস্বরূপ, প্রতিযোগিতা মাঝপথে বন্ধ করে দিতে হয়। পরবর্তীতে সংযুক্ত আরব আমিরশাহিতে (United Arab Emirates) বাকি পর্ব অনুষ্ঠিত হয়। এ বার তাই শুধু মুম্বাই শহরেই আইপিএল এর সফরসূচি সীমাবদ্ধ রাখতে চাইছে বিসিসিআই। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।