টোকিও অলিম্পিকে ভারতের হকি দলের যাত্রা শুরু জয় দিয়েই। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে পরাস্ত করলেও দ্বিতীয় ম্যাচে ধরাশায়ী হয় অস্ট্রেলিয়ার কাছে। ফের একবার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে তৃতীয় ম্যাচে স্পেনকে পর্যুদস্ত করল ভারতীয় হকি দল। ৩-০ গোলে এদিন ভারতের কাছে হার স্বীকার করল স্পেন। ভারতের হয়ে জোড়া গোলের কারিগর রুপিন্দর পাল সিং। একটি গোল যোগ হয় সিমরানজিৎ সিংয়ের নামের পাশেও। অতএব, পুল-এর তিন ম্যাচের দুটিতে জয়লাভ করে ছয় পয়েন্ট নিয়ে টেবলে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। গ্রুপ পর্যায়ে ভারতের পরবর্তী ম্যাচ আর্জেন্টিনা ও জাপানের বিরুদ্ধে। প্রতি পুলে থাকা ছয়টি দলের মধ্যে চারটি দল স্থান পাবে কোয়ার্টার ফাইনালে।
এদিনের ভারত-স্পেন ম্যাচে প্রথম কোয়ার্টারেই ২-০ গোলে এগিয়ে থাকে ভারত। ১৪ মিনিটের মাথায় গোল করেন সিমরানজিৎ সিং এবং ঠিক তার এক মিনিট গড়াতে না গড়াতেই পরবর্তী গোল আসে রুপিন্দর পাল সিংএর দুরন্ত শটে। প্রথম কোয়ার্টারে ভারতের দাপুটে মেজাজের কাছে স্পেনীয় আক্রমণ প্রায় ম্লান। দ্বিতীয় কোয়ার্টারেও সেই ধারা অব্যাহত। তৃতীয় কোয়ার্টারের একদম শেষলগ্নে আক্রমণ শানায় স্পেন এবং বল জড়ায় ভারতের গোলে। কিন্তু তার আগেই হুটার বেজে ওঠায় গোলটি বাতিল হয়। পেনাল্টি কর্ণার আদায় করলেও গোল করতে ব্যর্থ হয় স্পেন। চতুর্থ কোয়ার্টারে ৫১ মিনিটের মাথায় ফের একবার রুপিন্দরের গোলে ৩-০ তে এগিয়ে যায় ভারত এবং এখানেই জয় ছিনিয়ে নেন রুপিন্দররা।