১১ জুন, ২০২৩
খেলা

CWG 2022: নতুন ইতিহাস! শঙ্কর ও সৌরভের হাত ধরে দেশে হাইজাম্প এবং স্কোয়াশে এল পদক

বাংলার নতুন গর্ব, স্কোয়াশে পদক জিতলেন সৌরভ ঘোষাল, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
Shankar and Sourav Ghosal Bengali News
https://twitter.com/India_AllSports

কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ নিয়ে প্রথমে তৈরি হয়েছিল জটিলতা। বাধ্য হয়ে তাঁকে আদালতের দ্বারস্থ হতে হয়। আদালতের নির্দেশে তাঁর চলতি কমনওয়েলথ গেমসে যোগদানের সুযোগ ঘটে। সেই তিনিই ইতিহাস তৈরি করলেন। ভারতের কমনওয়েলথ গেমসের ইতিহাসে এই প্রথম হাইজাম্পে পদক জিতলেন তিনি। নিজের স্বপ্নপূরণের পাশাপাশি কমনওয়েলথ গেমসের মঞ্চে এক নতুন ইতিহাস গড়লেন।

তেজস্বীন শঙ্কর (Tejaswin Shankar) চলতি কমনওয়েলথ গেমসে হাইজাম্পে ব্রোঞ্জ পেলেন। এই প্রথম কোন অ্যাথলিট এই বিভাগে পদক জিতলেন। এ এক দারুণ গর্বের মুহূর্ত। তাঁকে দেখেই লক্ষ লক্ষ তরুণ-তরুণী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করবেন। ভারতের তেজস্বীন শঙ্কর বুধবার বার্মিংহামে চলতি কমনওয়েলথ গেমসে পুরুষদের হাইজাম্প ফাইনালে ২.২২ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পদক জিতেছেন।

এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যারপরনাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি এক টুইট বার্তায় বলেছেন, "ইতিহাস গড়লেন তেজস্বীন শঙ্কর। তিনি কমনওয়েলথ গেমসে আমাদের প্রথম হাইজাম্পে পদক জিতেছেন। ব্রোঞ্জ পদক জয়ের জন্য তাঁকে অভিনন্দন। তাঁর প্রচেষ্টায় গর্বিত। তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা। তিনি সাফল্য অর্জন অব্যাহত রাখুন।"

অন্যদিকে, বাংলার সৌরভ ঘোষালের (Sourav Ghosal) হাত ধরে স্কোয়াশের সিঙ্গেলসে এল পদক। বাংলার সোনার ছেলে অচিন্ত্য শিউলির পর সৌরভ ঘোষাল নতুন রেকর্ড করলেন। বাংলা তথা গোটা দেশের কাছে নজির তৈরি করেছেন সৌরভ।

তৃতীয় স্থানের লড়াইয়ে সৌরভ ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপকে ৩-০ ব্যবধানে হারিয়ে ভারতকে বার্মিংহ্যাম থেকে ১৫ তম পদক এনে দিয়েছেন। ম্যাচের ফল সৌরভের পক্ষে ১১-৬, ১১-১, ১১-৪। ম্যাচের রেজাল্ট থেকেই পরিষ্কার গোটা ম্যাচেই সম্পূর্ণ আধিপত্য ছিল সৌরভের। কোনও সময়ই উইলস্ট্রপ তাঁকে চ্যালেঞ্জের সামনে ফেলতে পারেননি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভের সাফল্যে গভীর আনন্দ প্রকাশ করেছেন। তিনি এক টুইট বার্তায় বলেছেন, "আমাদের সবার জন্য আরেকটি গর্বের মুহূর্ত যেহেতু পশ্চিমবঙ্গের সৌরভ ঘোষাল কমনওয়েলথ গেমস ২০২২-এ স্কোয়াশে ব্রোঞ্জ পদক জিতেছেন। তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনার সাফল্য দেশের অগণিত মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। আপনার ভবিষ্যতের সব প্রচেষ্টার জন্য শুভকামনা!"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ মে

বাড়ি-অফিস খুঁজে মোটে আটটি ২০০০ টাকার নোট পেয়েছেন মুখ্যমন্ত্রী

Mamata tmc
১৮ মে

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি

Abhisekh White sit boom
২৮ মার্চ

সিঙ্গুরে আট একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ এপ্রিলের মধ্যেই শেষ হবে

Modi Mamata new 2
১৮ মার্চ

নিজের ব্যর্থতার কথা স্বীকার করলেন অভিনেত্রী তথা যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ

Saayoni new
১৭ মার্চ

আজ কালীঘাটে, মুখ্যমন্ত্রীর কার্যালয়ে প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠক হল দু'জনের

Akhilesh Mamata
১৫ মার্চ

শাহরুখের পাশাপাশি বাংলার মুখ হিসেবে দেবকে দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী

Dev Mamata
১৪ মার্চ

যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন, তাদের জন্য আমার কোনও দয়া নেই : মুখ্যমন্ত্রী

mamata banerjee speech
১৩ মার্চ

সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

Narendra Modi
৬ মার্চ

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক প্রতিনিধিদল আগামী ২১ মার্চ কলকাতায় আসতে চলেছেন

Mamata Puja
১৯ জানুয়ারি

ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি

Mamata tmc
১৭ ডিসেম্বর

উঠতে পারে গরুপাচার থেকে বিসএসের অতি সক্রিয়তার বিষয়ও

mamata banerjee amit shah