বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর হৃদযন্ত্রে বসানো হলো নতুন ২টি স্টেন্ট। বৃহস্পতিবার দুপুরে পরিকল্পনা মতো প্রখ্যাত চিকিৎসক দেবি শেঠি এবং চিকিৎসক অশ্বিন মেহেতার উপস্থিতিতে সৌরভ গাঙ্গুলীর হৃদযন্ত্রে এই দুটি স্টেন্ট বসানো হলো। হাসপাতাল সূত্রে খবর আপাতত সৌরভ গাঙ্গুলীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে এখনো পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত ২ জানুয়ারি তারিখে সৌরভ গঙ্গোপাধ্যায় মৃদু হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তারপর তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায়, তার ধমনীতে ব্লকেজ রয়েছে। এর জন্য সেই সময় সৌরভের হৃদযন্ত্রে ১টি স্টেন্ট বসানো হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন পরবর্তীতে আরও দুটি স্টেন্ট বসানো হতে পারে। বৃহস্পতিবার এই প্রক্রিয়াটি সম্পন্ন হল চিকিৎসক দেবি শেঠি, অশ্বিন মেহেতা, সপ্তর্ষি বসু, আফতাব খান, এবং সরোজ মন্ডল এর উপস্থিতিতে।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে সৌরভ গাঙ্গুলীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তিনি বর্তমানে হালকা ডায়েট এর উপরে রয়েছেন। স্টেন্ট বসানোর পরে কয়েকদিন থেকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। দ্বিতীয় বার হাসপাতালে ভর্তি হবার সময় সৌরভের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার বেশ কিছু ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু এবং অনুরাগীরা। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, শিলিগুড়ির পৌর প্রশাসক অশোক ভট্টাচার্য। প্রসঙ্গত, বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায় কে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।