২৮ মার্চ, ২০২৩
লাইফস্টাইল

Social Media : বিশ্বজুড়ে কয়েক ঘন্টা বন্ধ থাকার পর ফের সচল স্যোসাল নেটওয়ার্কিং সাইট

দুঃখপ্রকাশ ফেসবুক, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের
social media phone Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ৫ অক্টোবর ২০২১ ৭:২৯

বিশ্বজুড়ে স্যোসাল নেটওয়ার্কিং সাইট বিভ্রাট চরম পর্যায়ে পৌঁছাল। টানা প্রায় ৭ ঘন্টা ভোগান্তির পর অবশেষে পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে খবর। গতকাল ভারতীয় সময় রাত ন'টা নাগাদ হঠাৎ-ই বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ (Whatsapp) পরিষেবা। এরপর একে একে ফেসবুক (Facebook), ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রাম (Instagram) পরিষেবায় বিঘ্ন ঘটে। ভারতেও এই স্যোসাল নেটওয়ার্কিং সাইটগুলি যাঁরা অ্যাপের মাধ্যমে পরিষেবা নিয়ে থাকেন, তাঁদের চরম ভোগান্তির শিকার হতে হয়। টানা প্রায় ৭ ঘন্টা পরিষেবা বন্ধ থাকায় গ্রাহকদের একাংশ তাঁদের ক্ষোভ উগরে দেন।

গতকাল রাত ন'টার পর থেকেই আচমকাই ডাউন হয়ে যায় স্যোসাল নেটওয়ার্কিং সাইটগুলি। বাড়তে থাকে চরম অসন্তোষ। ফেসবুকের তরফে জানানো হয়, "পরিষেবা বিভ্রাটের জন্য দুঃখিত। কোন কিছু সমস্যা হয়েছে। যত দ্রুত সম্ভব এই পরিষেবা সচল করার চেষ্টা চলছে।" ফেসবুকের তরফে দুঃখপ্রকাশ করা হলেও দীর্ঘ সময় এই প্রযুক্তিগত সমস্যা দূর হয়নি। গ্রাহকদের তরফে তীব্র অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। ফেসবুকের পাশাপাশি হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম পরিষেবাও বন্ধ হয়ে যায়। হোয়াটসঅ্যাপের তরফেও পরিষেবা প্রদানে বিঘ্ন ঘটায় দুঃখপ্রকাশ করা হয়েছে।

সূত্রের খবর, ভারতীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে চারটের পর সমস্ত পরিষেবা সচল হয়ে যায় বলে খবর। হোয়াটসঅ্যাপের তরফে মঙ্গলবার ভারতীয় সময় ভোর ৪.৪৭ নাগাদ এক টুইট বার্তায় জানানো হয়েছে, "যাঁরা হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যবহার করতে পারেননি, তাঁদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। আমরা খুব দ্রুত এই পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছি। এই বিষয়ে যাবতীয় সকল আপডেট সময় মতো দেওয়া হবে। সকলকে ধন্যবাদ।" ফেসবুকের কর্ণধার মার্ক জুকেরবার্ক নিজেই জানিয়েছেন, "ফেসবুক, ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু হয়েছে। আমি জানি, এই পরিষেবা গুলোর মাধ্যমে আপনারা কীভাবে একে অপরের মধ্যে সংযোগ রক্ষা করেন। তাই এমন অযাচিত অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৮ মার্চ

বালিগঞ্জ গর্ভমেন্ট স্কুলে বেশ কিছুদিন শিক্ষকতার সঙ্গে জড়িত ছিলেন তিনি

Munmun Sen
২৮ মার্চ

সম্প্রতি কড়া শরীরচর্চার পর ভোল বদল অংশুলার

Anshula Kapoor wedding
২৮ মার্চ

পিঁজরাপোলের হাড়হিম করা রহস্যের সমাধানে ব্রতী ব্যোমকেশ, নতুন রূপে অজিত

anirban bhattacharya
২৭ মার্চ

ভারতে ইতিমধ্যেই একটি প্রিমিয়াম সুরার ব্র্যান্ড লঞ্চ করেছেন আরিয়ান সহ তাঁর দুই সঙ্গী

Aryan brand promotion
২৭ মার্চ

অভিনেত্রী হিসেবেই নয়, পরিচালক হিসেবেও জাত চিনিয়েছেন শ্রীলেখা মিত্র

Sreelekha Mitra award
২৫ মার্চ

চিত্রনাট্যকার রুপন মল্লিক "আর দেরি নয়" গানে ফুটিয়ে তুলেছেন এক রক্তাক্ত সমাজকে কলঙ্ক মুক্ত করার চিত্র

Rupan Mallick 1
২৩ মার্চ

ছবিতে অঙ্কুশের বাবার চরিত্রে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক

Ankush Hazra Oindrila Sen
২৩ মার্চ

সুখবর ছড়িয়ে পড়তেই অনুরাগী-সহ বিশিষ্টরা তাঁকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন

Atif baby
২৩ মার্চ

সদ্য মা'কে হারিয়েছেন তিনি, জীবনমুখী অপরাজিতাকে কুর্নিশ নেটিজেনদের

Aparajita sand
২৩ মার্চ

আমার পরিবার, বন্ধু, সহকর্মী, শুভাকাঙ্খী এবং অনুরাগীদের কাছে আমি ঋণী : কঙ্গনা রানাউত

Kangana birthday
২৩ মার্চ

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফ্রেমবন্দি হয়েছিলেন রাজ-সৃজিত

Raj Chakraborty proloy
২৩ মার্চ

ছবিতে বাঙালি বউ ও মায়ের অবতারে দেখা গিয়েছে রানিকে

Rani Mukerji Norway
২২ মার্চ

আদিত্য কবে হুইলচেয়ার ছাড়বে? অপেক্ষায় দর্শক

Indrani serial
২২ মার্চ

ধারাবাহিকে তিনি অসৎ পথ অবলম্বন করলেও, বাস্তবের অনিন্দ্য কিন্তু সমাজের দৃষ্টান্ত

Anindya Chattopadhyay 1