করোনা ভাইরাসের দাপটে সবকিছুতেই চলছিল লকডাউন। এখন যদিও আনলক, তবু ভয় গোষ্ঠী সংক্রমণের। তাই এখনও কঠোর ভাবেই বন্ধ রাখা হচ্ছে জমায়েতের ক্ষেত্রগুলি। বাংলা থিয়েটারের প্রাণকেন্দ্র একাডেমী অফ ফাইন আর্টস সেই আওতার বাইরে নয়। ১৪ মার্চ সেই নাট্য মঞ্চস্থ হয়েছে একাডেমীতে। এই দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে আর্থিক এবং মানসিক সমস্যায় একাডেমী নির্ভর বহু মানুষ। শুধু কি অভিনেতা আর টেকনিশিয়ান? এই দীর্ঘ বন্ধ থাকায় সমস্যায় দারোয়ান থেকে সামনের খাবারের দোকানের মালিকরাও।
থিয়েটার কেন্দ্র করে যে কতো মানুষ দিন কাটায় তা হাতেনাতে প্রমাণ দিচ্ছে করোনা ভাইরাস। মাঝে আর্ট গ্যালারি খুলে দেওয়ার পরিকল্পনা হলেও সেটা আপাতত বন্ধ। এখন শুধুই দিন গোনা। তাড়াতাড়ি প্রাণ ফিরে পাক থিয়েটারের আঁতুড়ঘর, অনেক মানুষ যে জীবন ফিরে পাবে তাহলে।