দু’সপ্তাহের মধ্যে বাবুঘাট (Babughat) থেকে সরাতে হবে বাসস্ট্যান্ড। পরিবহণ দপ্তরের (Transport Department) এমন নির্দেশ ঘিরে চলছে শোরগোল। প্রসঙ্গত, বাবুঘাটের বাসস্ট্যান্ড সরানো নিয়ে দীর্ঘদিন ধরেই আদালতে মামলা চলছিল। অভিযোগ ছিল, বাবুঘাট স্ট্যান্ডে চারটি রুটের শতাধিক বাসের আনাগোনা। বাসস্ট্যান্ডের ভিড়, ধোঁয়া, রাসায়নিকের প্রভাব পড়ছে ময়দানে। হচ্ছে পরিবেশ দূষণ। এমনকি ভিক্টোরিয়া মেমোরিয়ালের পরিবেশও নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতেই এবার সেই স্ট্যান্ড সরাতে তৎপর হল রাজ্য সরকারও। যদিও স্বাভাবিকভাবেই রাজ্যের এই নির্দেশে ক্ষুব্ধ বাসমালিকরা।
এদিন পরিবহণ দপ্তরের তরফে একটি নোটিশ জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী ১৪ দিনের মধ্যে বাবুঘাট থেকে বাসস্ট্যান্ড সরিয়ে ফেলতে হবে। বাবুঘাটের বদলে সাঁতরাগাছিতে সরিয়ে ফেলতে হবে বাসস্ট্যান্ড। অভিযোগ, বহুদিন ধরেই সাঁতরাগাছির স্ট্যান্ডটি তৈরি হয়ে পড়ে রয়েছে। বারবার বলেও বাসস্ট্যান্ড সরানো যায়নি। এদিকে বাসমালিকদের কথায়, জ্বালানির দাম আকাশছোঁয়া। এমন পরিস্থিতিতে সাঁতরাগাছিতে বাসস্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার অর্থ বাস রাখতে অনেকটা বেশি দূরত্ব অতিক্রম করা। যার দরুন খরচ বাড়বে।