করোনা (Corona) সংক্রমনের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করার জন্য পশ্চিমবঙ্গে বেশ কিছুদিন ধরে লোকাল ট্রেন, বাস, অটো ইত্যাদি পরিষেবা বন্ধ ছিল। চলতি মাসের শুরুর দিকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাস্তায় বাস চালানোর ছাড়পত্র দেওয়া হলেও বাস মালিক সংগঠন ভাড়া না বৃদ্ধি করলে বাস না চালানোর বার্তা দেয়। বর্তমানে রাস্তায় সরকারি বাস নামলেও দেখা নেই বেসরকারি বাসের (Private Bus)। হাতেগোনা কয়েকটি রুটে বাস চলছে মাত্র। যে সমস্ত বাস চলছে তাতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ আসছে। এই প্রসঙ্গে আজ অর্থাৎ সোমবার বেসরকারি বাস মালিক সংগঠনের সাথে বৈঠকে বসেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। প্রায় দেড় ঘন্টা বৈঠক চলে। বৈঠকে ফিরহাদ হাকিম কড়া বার্তা দিয়ে বলেছেন, "সবাইকে বলা হয়েছে যে আগে পথে বাস নামান। আপনাদের দাবি নিয়ে আলোচনা চলছে। পরে সিদ্ধান্ত নেওয়া হবে। রাস্তায় বাস না চললে ভাড়া বৃদ্ধি নিয়ে কথা হবে না।"
বেসরকারি বাস মালিক সংগঠনগুলি প্রথম থেকেই দাবি জানিয়েছে, "জ্বালানি তেল ও অন্যান্য সামগ্রীর দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব হবে না। তাছাড়া ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালিয়ে তেল খরচের টাকাটাও আসবে না। তাই কলকাতায় বাস ভাড়া ন্যূনতম ১০ টাকা করতে হবে।" তবে আজকের বৈঠকে ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রাস্তায় বাস না নামলে ভাড়া বৃদ্ধি নিয়ে কোন আলোচনা হবে না। সূত্র মারফত জানা গিয়েছে, বেসরকারি বাস মালিক সংগঠনগুলি যদি বাসের সংখ্যা বাড়াতে চায় তাহলে পরিবহন দপ্তর বিকল্প হিসাবে বেসরকারি বাস ভাড়া নিয়ে সরকারি খাতে চালাবে।