পুজো মিটেছে ঠিকই। তবে বিজয়া দশমীতেও রেঁস্তরাগুলিতে ঠাসা ভিড়। এমন ছবি শুধু শহর কলকাতার নয়, জেলাগুলির অবস্থাও একই। তবে এসবের মাঝেই ঘটল বিপত্তি। শনিবার ভরদুপুরে খাওয়াদাওয়া চলাকালীন অগ্নিকাণ্ড। সঙ্গে সঙ্গেই আতঙ্ক শুরু। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। খবর, অন্যান্য দিনের চেয়েও বাড়তি ভিড় ছিল আজ। তবে সব কিছু ঠিকঠাক চললেও হঠাৎই কালো ধোঁয়া ছেয়ে যায়।
সুরক্ষার স্বার্থে হোটেলের গ্রাহকদের সবাইকে নিরাপদে বের করে দেওয়া হয়। দমকলের প্রাথমিক অনুমান, রান্নাঘরে রান্না করার সময় সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে। দ্রুততার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা।
প্রসঙ্গত, মল্লিকবাজার নিউরোসায়েন্স নার্সিংহোমের একেবারে পিছনে অবস্থিত সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট। বেশ পুরোনো এবং নামী। কলকাতার সেরা বিরিয়ানি হাবগুলির মধ্যে অন্যতম। ফলে সেখানে পুজো শেষের পরদিনও খাওয়াদাওয়া করার ভিড় ছিল। চাপ ছিল শেফ ও অন্যান্য রেস্তরাঁকর্মীদের উপরও। এমনই সময় ঘটে গেল বিপত্তি।