আজ অর্থাৎ ২৬ জানুয়ারি ২০২২ (বুধবার) থেকে রাজ্যে (West Bengal Government) কার্যকর হয়েছে সংশোধিত মোটর ভেইক্যাল আইন (Motor Vehicle Rules 2019)। এর ফলে একধাক্কায় অনেকটাই বেড়েছে জরিমানার অঙ্ক। সকাল থেকেই জরিমানার অঙ্ক শুনে মাথায় হাত উঠেছে অনেকেরই। তবে এবার এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্বেরা।
সংশোধিত মোটর ভেইক্যাল আইনকে সাধুবাদ জানিয়ে এদিন সংবাদমাধ্যমের সামনে ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, "ট্রাফিক আইন লঙ্ঘন করার প্রবণতা ক্রমেই বাড়ছিল। সেই জায়গা থেকে জরিমানার পরিমান বাড়ানো হল। এছাড়া কিছু ক্ষেত্রে ট্রাফিক আইন লঙ্ঘন করলে শাস্তির ব্যবস্থা করা হয়েছে।"
অন্যদিকে রাজ্য পরিবহন দফতরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে বাম নেতা সুজন চক্রবর্তী এক সংবাদমাধ্যমকে জানান, পরিবহন দফতরে এখন শুধুই টাকার খেলা। শুধু টাকা, শুধু টাকা। কম স্পিডে গেলে টাকা। বেশি স্পিডে গেলেও টাকা। আপনাকে দেখে যদি একটু অপ্রকৃতিস্থ বলে মনে হয়, তাতেও টাকা। শুধু টাকার খেলা। পরিবহন দফতরে তোলাবাজি চরমে।"