মঙ্গলবার রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় তপসিয়ার খালপাড়ের বসতি৷ সর্বস্ব হারিয়ে পথে বসেন প্রায় ২৫০–৩০০ মানুষ৷ তাঁদের জন্য পুরসভাকে পাকা ঘর বানিয়ে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷
বুধবার পুরমন্ত্রী ও পুরসভার মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সেচ দপ্তরের জমিতে দুর্গত প্রায় ৮০টি পরিবারের জন্য ফ্ল্যাট বাড়ি তৈরি করে দেওয়া হবে৷ তিনি জানান, শহরের বসতিবাসীদের জন্য ফ্ল্যাট তৈরির প্রকল্প ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর অনুমোদন পেয়েছে৷
সম্পত্তি ১৫০ কোটির, নাম ফোর্বস-এর ১০০ ধনী ভারতীয়র তালিকায়
উপকৃত হবেন প্রায় ৮ লক্ষ ৫০ হাজার কর্মচারী
গ্রামবাসীরা আটকে রাখলো পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সদস্যদের
পুরসভার তরফে এদিন দুর্গতদের খাবার ও ত্রাণসামগ্রী দেওয়া হয়৷ মুখ্যমন্ত্রী ঘটনার রাতেই দুর্ঘটনাস্থলে যান৷ পরে তিনি পাকা বাড়ি করে দেওয়ার কথা ঘোষণা করেন৷ ঘর তৈরির কাজ কবে শুরু হবে তা জানা না গেলেও আপাতত মুখ্যমন্ত্রীর আশ্বাসে হাসি ফুটেছে ঘরপোড়া মানুষের মুখে৷