বেহালার বড়িশা ক্লাবের দুর্গা প্রতিমা সংরক্ষণের সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। লকডাউনে যে কষ্টকর বাস্তবতা দেখেছিল দেশ সেই পরিযায়ীর বেশে প্রতিমা হয়েছিল বড়িশা ক্লাবে। পরিযায়ী মায়ের বেশে দুর্গা। কার্তিক, গণেশ, লক্ষী, সরস্বতীকে নিয়ে ত্রাণের জন্য আকূল এক মায়ের ছবি ধরা পড়েছিল তাদের দুর্গায়।
শিল্পী বিকাশ ভট্টাচার্যের দুর্গা সিরিজের একটি ছবি থেকে অনুপ্রাণিত রিন্টু দাসের পরিকল্পনার এই থিম বাস্তবায়িত করেছিলেন মৃৎশিল্পী পল্লব ভৌমিক। বিশ্বজুড়ে ভাইরাল হওয়া এই প্রতিমা সংরক্ষণ করছে রাজ্য সরকার। স্বভাবতই প্রতিমা সংরক্ষণের খবরে খুশি পুজো কমিটি থেকে শিল্পী সকলেই। এই প্রতিমাকে খুব শীঘ্রই কলকাতার কোনো একটি বড়ো মোড়ের মাথায় বসানো হবে। ততদিন প্রতিমাটি থাকবে রবীন্দ্র সরোবরের "আবার এলো মা" প্রদর্শনকক্ষে।