করোনা (Corona) সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ে অতিষ্ঠ হয়েছিল গোটা দেশবাসী। বাংলার বেহাল অবস্থার মাঝে মমতা সরকার কিছুদিনের জন্য কড়া বিধিনিষেধ জারি করেছিল যাতে সংক্রমণের মাত্রা কিছুটা হলেও কমেছে। এই বিধিনিষেধের জন্য বন্ধ লোকাল ট্রেন (Local Train) পরিষেবা। শুধুমাত্র চলছে কিছু স্টাফ স্পেশাল ট্রেন। কিন্তু সাধারণ যাত্রীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে ট্রেন বন্ধের জন্য। এবার সেই কথা মাথায় রেখে স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। আজ অর্থাৎ শুক্রবার থেকে শিয়ালদহ (Sealdah) ডিভিশনে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। প্রায় ৪০ টি বেশি ট্রেন চলবে শিয়ালদহ থেকে। এরপর আগামী সোমবার থেকে ৬০ টির বেশি ট্রেন চালানো হবে ডিভিশনে। প্রসঙ্গত উল্লেখ্য, আজ শিয়ালদহ ডিভিশনে মোট ২৯০ টি ট্রেন চলছে। সোমবার থেকে তার পরিমাণ হবে ৩৫০ টি। প্রাথমিকভাবে ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্যই এই সিদ্ধান্ত নিচ্ছে রেল।
আসলে বেশ কিছুদিন ধরে শিয়ালদহ ডিভিশনের দক্ষিণ শাখার বেশকিছু স্টেশনে লাগাতার বিক্ষোভ হচ্ছে। স্টাফ স্পেশাল ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা দাবি করেছেন, "লোকাল ট্রেন পরিষেবাকে স্বাভাবিক করতে হবে। রাজ্য সরকারের অনুমতি না মেলায় এখন লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করা যাচ্ছে না।" সোনারপুর, মল্লিকপুর, ঘুটিয়ারি শরিফ, চম্পাহাটি ইত্যাদি স্টেশনে সাধারণ মানুষ অতিরিক্ত ট্রেনের জন্য বিক্ষোভ জানিয়েছিলেন। অন্যদিকে রাজ্যে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আগামী ১ লা জুলাই থেকে লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই।