খেলতে খেলতে উত্তর দিনাজপুরের (North Dinajpur) এক খুদে গিলে ফেলেছিল আস্ত পেরেক। ফলে শ্বাসনালীতে আটকে দম বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছিল ওই খুদে। কিন্তু কঠিন অস্ত্রপ্রচার করে শেষ পর্যন্ত শিশুটির প্রাণ বাঁচালো কলকাতার এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital)। আসলে, উত্তর দিনাজপুরের ডিঙি এলাকার ২ বছর বয়স্ক মুস্তাকিন আলি গতকাল অর্থাৎ শনিবার খেলতে খেলতে হঠাৎ করেই পেরেক গিলে ফেলেছিল। পরিস্থিতি বেগতিক দেখে তার পরিবারের লোকজন তাকে দ্রুত রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় শিশুটিকে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে যথাযথ ব্যবস্থা না থাকায় তাকে এক্সরে করে কলকাতা এসএসকেএম হাসপাতালে রেফার করে দেওয়া হয়। তারপর আজ অর্থাৎ রবিবার সকাল ৭ টা নাগাদ শিশুটিকে নিয়ে হাসপাতালে পৌঁছায় পরিবার পরিজন। তারপর ফের এক্সরে করা হয়।
এসএসকেএম হাসপাতালে এক্স রে রিপোর্টে দেখা যায় ওই খুদের শ্বাসনালীর ডানদিকে পেরেক আটকে রয়েছে। ততক্ষণে তার খুব শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। অক্সিজেন স্যাচুরেশন দ্রুত নেমে ৯৪ অব্দি হয়ে যায়। তখনই এসএসকেএমের ইএনটি বিভাগীয় প্রধান ড: অরুনাভ সেনগুপ্তের তত্ত্বাবধানে ড: সন্দীপ্তা মিত্র, ড: মৃদুল জানেজা, ড: স্পন্দিতা ঘোষ, ড: কামরান আহমেদ রিজিট ব্রংকিওস্কোপি করে খুদের শ্বাসনালীতে আটকে থাকা পেরেক বার করে আনে। বর্তমানে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মুস্তাকিন সুস্থ রয়েছে। আপাতত ৪৮ ঘন্টা থাকে পর্যবেক্ষণে রাখা হবে।