সৌরভ এখনো চিকিৎসকদের তত্ত্বাবধানে। এখনো বসানো বাকি দুটি স্টেন্ট। এরই মধ্যে দাদা স্নেহাশিস গাঙ্গুলির হৃদযন্ত্রেও ধরা পড়লো ব্লকেজ। মহারাজের মতোই একইরকমভাবে তাঁর দাদার শরীরেও বসাতে হবে স্টেন্ট। 'ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল'- এর সচিব স্নেহাশিস গাঙ্গুলি নিজেই নিজের অসুস্থতার কথা সংবাদমাধ্যমকে জানান।
বাংলার প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস জানান সৌরভ হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তার উদ্যোগেই মূলত পরীক্ষা নিরীক্ষা করান স্নেহাশিস। আর রিপোর্টে সত্যিই দেখা যায় হার্ট-ব্লকেজ। দেরি না করে ততক্ষনাত চিকিৎসকদের পরামর্শ নিলে একইভাবে তাঁকেও স্টেন্ট বসানোর কথা বলেন ডাক্তাররা। আগামী ২২শে জানুয়ারি উডল্যান্ডস থেকেই অ্যাঞ্জিওপ্লাস্টি ও স্টেন্ট বসানোর প্রক্রিয়া হবে। সৌরভের ডাক্তাররাই দেখবেন তাঁর দাদাকেও। এই মুহূর্তে বাড়িতে বিশ্রামে রয়েছেন সৌরভ। দাদাকেও চিকিৎসার শেষে বিশ্রামে থাকতে হবে বলেই সূত্রের খবর।