ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee)। ইতিমধ্যে করোনামুক্ত হয়েছেন তিনি। শারীরিক অবস্থা আপাতত ভালো। বর্তমানে বাইপাসের ধারের পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড দেখভাল করছে সন্ধ্যা মুখোপাধ্যায়কে। বাথরুমে পড়ে কোমরে যে আঘাত ছিল, তা কিছুটা ঠিক হওয়ার পথে।
আজ, রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "সন্ধ্যা মুখোপাধ্যায়ের ওমিক্রন হয়েছিল। এখন ওমিক্রন মুক্ত তিনি। শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে সংকট এখনও কাটেনি।”
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা মুখোপাধ্যায়। এর পরে ধরা পড়ে তিনি করোনাক্রান্ত। তড়িঘড়ি তাঁকে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। বলাবাহুল্য, হাসপাতালে ভর্তি হওয়ার আগে থেকেই তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ নিতেন মুখ্যমন্ত্রী। কথা বলতেন চিকিৎসকদের সঙ্গেও।বর্তমানেও তার অন্যথা হয়নি।
এদিন চিকিৎসকদের সঙ্গে কথা বলেই মুখ্যমন্ত্রী জানান, "গতকাল রিপোর্ট দেখেছি। তাতে স্থিতিশীল রয়েছেন তিনি। করোনা কাটিয়ে উঠেছেন এটাই মানসিক শান্তি।"