গরফা থানার অন্তর্গত, সাপুইপাড়া এলাকায় ঘটে গেল পথ দুর্ঘটনা। অপ্রত্যাশিত ভাবে গাড়ির চালক ব্যবসায়ী পুত্র এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, শুভম বন্দোপাধ্যায়। থানা সূত্রে খবর, পার্টি থেকে মদ্যপান করে প্রিন্স অনোয়ার শাহ রোড ধরে দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকেন অভিযুক্ত চালক। বাইপাসের সমুখেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মারেন। ঘটনাস্থলে অবস্থিত রতন সরকারের তৎক্ষণাৎ মৃত্যু ঘটে। আহত হন তারই পাশে অবস্থান রত এক ব্যক্তি, নীলোৎপল বিশ্বাস।
প্রতক্ষ্যদর্শীরা দুর্ঘটনার পরই আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করলেও, চিকিৎসকেরা রতন সরকারকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত পড়ুয়াকে ভারতীয় দণ্ডবিধির অনুযায়ী ৩০৪এ, ২৭৯, ৩০৪(পার্ট-২), ৩০৮, ৪২৭, এবং ১৮৫ মোটর ভেহিকেলেস অ্যাক্ট জারি করা হয়। বাকি দুই সহপাঠীকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, এরা প্রত্যেকেই চতুর্থবর্ষের ছাত্র।