ছট পুজোর জন্য অভিনব উদ্যোগ নিল কলকাতা পুরসভা। তবে রবীন্দ্র সরোবরে কোনোভাবেই ছট পুজো করা যাবেনা, সেই নির্দেশ আগেই দিয়েছে জাতীয় পরিবেশ আদালত। সেই কথা মাথায় রেখে আজ সন্ধ্যা ছ'টা থেকেই বন্ধ হয়ে যাবে রবীন্দ্র সরোবরের দরজা। চব্বিশ ঘন্টার জন্যই বন্ধ থাকবে সরোবর। তাই পরিবর্তিত পরিস্থিতিতে পুজোর জন্য ১৭০ টি ঘাট খুলে দিল কলকাতা পুরসভা।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও রবীন্দ্র সরোবরে পুজো করার জন্য ব্যপকভাবে ছড়িয়েছিল দূষণ। জলের অক্সিজেন মাত্রা কমে ও ভেসে ওঠে মরা মাছ। তার পর থেকেই সরোবরের জলকে দূষণের হাত থেকে বাঁচাতে তৎপর হয় পরিবেশবিদরা। আদালতের নির্দেশে ও কেএমডিএ এর উদ্যোগে দুবছর যাবৎ ওই স্থলে বন্ধই আছে পুজো। আজ সন্ধ্যা ছ'টা থেকে আগামীকাল সন্ধ্যা ছ'টা পর্যন্ত বন্ধ থাকবে সরোবরে প্রবেশদ্বার।
দেখা গেছে, গত দুবছর বন্ধ থাকলেও অনেকেই বিধি লঙ্ঘন করে ওখানে পুজো করেন। এবারে সেই সম্ভাবনাও একেবারে নির্মূল করতে চায় প্রশাসন। ইতিমধ্যেই সবকটি গেট বাঁশ দিয়ে ঘেরাও করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করে টাঙানো হয়েছে নোটিশ বোর্ড। সারা কলকাতা জুড়ে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ১৭০ টি ঘাট তৈরি হয়েছে। হুগলি নদীর ওপর ৩০টি ঘাট, যাদবপুর-কসবা চত্বরে ৩০ টির বেশি অস্থায়ী ঘাট তৈরি হয়েছে। এই অস্থায়ী ঘাটগুলি কাঠের পাটাতন দিয়ে তৈরি হয়েছে।