দক্ষিণ কলকাতায় দেশপ্রিয় পার্কের পাশে প্রাচীন এবং ঐতিহ্যবাহী সিনেমা হল হল প্রিয়া সিনেমা। করোনাভাইরাস পরিস্থিতির আগে পর্যন্ত এই প্রিয়া সিনেমা ছিল দক্ষিণ কলকাতার সিনেমা প্রেমীদের জন্য একটি প্রাণ কেন্দ্র। কিন্তু করোনা আসার পরে যেরকম ভাবে একদিকে বন্ধ হয়ে গিয়েছে সিনেমা হলে সিনেমা দেখানো, এরকমভাবে ধুলো মেখে পড়ে রয়েছে বহুদিন ধরে এই সিনেমা হল। তবে এবারে প্রিয়া সিনেমা হল রূপান্তরিত হতে চলেছে একটি টিকাকরণ কেন্দ্রে। এই উদ্যোগ নিয়ে প্রিয়া সিনেমা হল এর কর্ণধার অরিজিৎ দত্ত জানিয়েছেন, "মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে সঙ্গে আমার প্রাথমিক কথা হয়ে গিয়েছে। আপাতত হাসপাতালে অতিমারির যথেষ্ট সংখ্যক টিকা নেই। এই পরিস্থিতিতে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের মাঝামাঝি নাগাদ থেকে প্রিয়া সিনেমা হলে টিকাকরণ শুরু করে দেওয়া হবে।" এই ভাবনা যদি সত্যিকারে বাস্তবায়িত হয়, তাহলে কলকাতার বুকে এটা হবে একেবারে নজির।
কিন্তু কেন গ্রহণ করা হলো এই পদক্ষেপ? কর্ণধার অরিজিৎ দত্ত নিজেই জানিয়েছেন, "আমি নিজে টিকা নিতে গিয়ে দেখেছি সকলকে কত কষ্ট পেতে হচ্ছে টিকা নেওয়ার জন্য। গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে প্রবীণরা সবথেকে বেশি কষ্ট পাচ্ছেন। টিকা নেওয়ার পরে পর্যবেক্ষণের জন্য ভিড়ের মধ্যে বসে থাকতে হচ্ছে। এই কষ্টের হাত থেকে কলকাতা বাসীকে মুক্তি দেওয়ার জন্য আমি এই পদক্ষেপ গ্রহণ করেছি।" মেডিকা সুপারস্পেস্যালিটি হসপিটাল এর সঙ্গে প্রাথমিক কথা হয়ে গেছে। সিনেমা হলে নিচে যেখানে টিকিট কাউন্টার থাকে, সেখানে রাখা হবে নাম নথিভুক্ত করনের ব্যবস্থা। অন্যদিকে গরমে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা না করে শীতাতপ নিয়ন্ত্রিত সিনেমা হলে বসতে পারবেন যারা টিকা নিতে আসবেন তারা। শুধু বসে থাকা নয়, আপনারা সিনেমা পর্যন্ত দেখতে পারবেন অপেক্ষা করতে করতে। টিকাকরণ এর যাবতীয় ব্যয়ভার নেবে প্রিয়া সিনেমা হল। টিকা একই মূল্যে দেওয়া হবে কোন অতিরিক্ত চার্জ নেওয়া হবে না।