খুশির খবর পশ্চিমবঙ্গে (West Bengal)। টিকাকরণ শুরুর এক বছর হওয়ার আগেই দশ কোটি ডোজ (Vaccination) পেয়েছে ১৮ বছর ও তার ঊর্ধ্বের নাগরিকরা, ঘোষনা করে নাগরিকদের এই স্বাস্থ্য সচেতনতাকে কুর্নিশ জানিয়েছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। আজ কো-উইন অ্যাপের তথ্য জানিয়ে দিল, পশ্চিমবঙ্গে দশ কোটি ডোজ দেওয়া সম্পন্ন হয়েছে। তবে এর সঙ্গেই চিন্তার বিষয়, দুই-তিন কোটি মানুষ দ্বিতীয় ডোজের আওতার বাইরে। অর্থাৎ বহু মানুষ প্রথম ডোজ নেওয়ার পর আর দ্বিতীয় ডোজ নেননি। অনেকেই প্রথম ডোজ নেওয়ার সময় নথিভুক্ত ফোন নম্বর বদল করে ফেলেছেন, আবার অনেকেই ভিন রাজ্যে বসবাস করছেন। এরা আদৌ দ্বিতীয় ডোজ পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
উল্লেখ্য, সোমবার দুপুর পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে মোট টিকাপ্রাপক ১০ কোটি ২ লক্ষ ৬৬ হাজার ৬০৭। তার মধ্যে এদিন দুপুর পর্যন্ত টিকা পেয়েছেন ২ লক্ষ ১৩ হাজার ৩৪১ জন। রবিবার পর্যন্ত প্রথম ডোজ পেয়েছিলেন ৬ কোটি ৪৩ লক্ষ ৩২২ জন। দ্বিতীয় ডোজ পেয়েছিলেন ৩ কোটি ৫৬ লক্ষ ৮৫ হাজার ৫৫৬ জন।
এদিকে ক্রমশ উদ্বেগ বাড়িয়ে তুলছে ওমিক্রন। ইতিমধ্যেই দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭০ । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৩২ জনের।
অন্যদিকে, স্বাস্থ্যভবনের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাক্রান্ত হয়েছেন ৪১৪ জন। যাদের মধ্যে ১৪৫ জন কলকাতার বাসিন্দা। কাজেই দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা। তবে রবিবারের তুলনায় অনেকটাই কম আজকের সংক্রমণ। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনায় সংক্রমিতের সংখ্যা ৬২। তৃতীয় স্থানে রয়েছে হাওড়া ৩৩ । এদিন রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লক্ষ ২৭ হাজার ৪৯০ জন।