কলকাতা পুরসভার ভোট নিয়ে দোটানায় রয়েছে রাজ্য সরকারও নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আইনজীবিরা চাইছেন না বিধানসভা নির্বাচনের আগে পুরসভার ভোট হোক। কমিশন যেন আদালত কে এ বিষয়ে জানিয়ে দেয়। এদিকে, পুর প্রশাসক ফিরহাদ হাকিম পুরসভার ভোট এখনই করিয়ে নেওয়ার পক্ষপাতী তিনি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে আলাপন বন্দোপাধ্যায়ের ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
ফিরহাদ হাকিমের মতে এখনই পুরভোট হলে আসনে কিছুটা কম পেলেও তৃণমূলই জিতবে। ফলে বিধানসভা নির্বাচনের আগে জোরদার ভাবে মাঠে নামা যাবে। অন্যদিকে কমিশন দাবি করছে, এই মুহুর্তে রাজ্য জুড়ে ভোটার তালিকা তৈরির কাজ চলছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ১৫ই জানুয়ারী। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সেই তালিকা তৈরি হতে আর দশ দিন মতো সময় লাগবে। সবমিলিয়ে ফেব্রুয়ারির শেষ ছাড়া পুরভোট কোনোভাবেই করা সম্ভব নয়। নির্বাচন কমিশনের পর্যবেক্ষকদের মতে, যেহেতু কমিশন বিধানসভার ভোটের জন্য ইতিমধ্যেই কাজে নেমে পড়েছে। ফলে একই সাথে দুটো ভোট নিয়ন্ত্রণ করতে সমস্যার সৃষ্টি হতে পারে।
কমিশনের আরও এক শীর্ষ কর্তা জানিয়েছেন, এই মুহুর্তে শুধুমাত্র কলকাতা পুরসভার ভোট করাতে হলে অন্যান্য পুরসভা গুলিও একই দাবি তুলতে পারে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে একটি ক্ষুদ্র সাধারণ নির্বাচনের পরিস্থিতির আকার ধারণ করতে পারে।