এবার জমি রেজিস্ট্রির নাম করে হল প্রতারণা। খাস কলকাতার বুকে নিজেকে রেজিস্টার পরিচয় দিয়ে একাধিক জমি রেজিস্ট্রি করিয়েছেন তিনি, যার প্রত্যেকটিই জাল। এই প্রথমবার আইনজীবীদের নজরে আসে বিষয়টি। শেষমেষ ফাঁদ পেতে তাঁকে ধরা সম্ভব হয়েছে।
জানা গিয়েছে, ধৃত ব্যাক্তির নাম শান্তনু চক্রবর্তী। ডালহৌসি চত্বরে ডিরেক্টরেট অফ স্ট্যাম্প রেভিনিউ ফিনান্স ডিপার্টমেন্ট রয়েছেন তিনি। সুমিত বিশ্বাস ও সারঙ্গম চক্রবর্তী নামে দুই আইনজীবী প্রথমে তাঁকে দিয়ে জমি রেজিস্ট্রি করায়। অতঃপর জানতে পারে নকল দলিল। এরপর ফাঁদে ফেলার জন্য টোপ দিয়ে আরও একটি জমি রেজিস্ট্রির কথা বলে দেখা করার প্রচেষ্টা করেন।
অফিসে গিয়ে দেখা করার চেষ্টা, ফোনে যোগাযোগের চেষ্টায় ব্যর্থ হয়ে শেষমেষ মহিলা এক সহকর্মীকে দিয়ে শান্তনুবাবুকে ফের ফোন করান তাঁরা জমি রেজিস্ট্রি করিয়ে দেওয়ার জন্য। মহিলার নামে তিনি দেখা করার জন্য রাজি হন। এরপর অফিসে পৌঁছে দুই আইনজীবী ধরে ফেলেন শান্তনুকে। জানা গিয়েছে, তিনি একজন দালাল। হেয়ার স্ট্রিট থানার পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ কবুল করেছেন। আরও কারা কারা এই কাজে জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।