হকার সমস্যা সমাধানে এবারে নতুন উদ্যোগ গ্রহণ করল নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ বা NKDA। ভূগর্ভস্থ পথে এবারে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি স্টল যেখানে হকাররা বসতে পারবেন। ইতিমধ্যেই এই জায়গার কাজকর্ম শেষ হয়ে গিয়েছে। হিডকো সূত্রে জানা গিয়েছে, নিউ টাউনের তিন জায়গায় এই স্টল বানানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই ৩ টি স্টলের প্রথমটি হবে আকাঙ্ক্ষা মোড়ে, মঙ্গলদীপ ভূগর্ভস্থ পথে। দ্বিতীয় টি হবে ইকোপার্কের দুই নম্বর গেটের সামনে। তৃতীয় টি হবে ডিএলএফ ১ এর কাছাকাছি জায়গায়। সব মিলিয়ে ৩২টি স্টল তৈরীর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
স্থানীয় হকাররা এখানে বসার সুযোগ পাবেন। এছাড়াও স্বনির্ভর মহিলারা নিজেদের স্টল দিতে পারবেন। নিউ টাউন এর বিভিন্ন জায়গায় যেখানে যেখানে হকার থাকেন তাদের ওইখান নিয়ে যাওয়া হতে চলেছে। ফল, সবজি, খবরের কাগজ থেকে শুরু করে ছোটখাটো উপহারের স্টল আপনারা সেখানে পেয়ে যাবেন। বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা থাকবে সম্পূর্ণ জায়গাতে এবং এই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব নেবে হিডকো। কোন আবর্জনা আপনি ফেলতে পারবেন না এবং কারো যেন কোন অসুবিধা না হয় তা দেখতে হবে।