আবারও দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম দশে জায়গা করে নিল পশ্চিমবঙ্গের দুটি বিশ্ববিদ্যালয়। এবার দেশের চতুর্থ সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University)। এবং অষ্টম স্থান দখল করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)।
অন্যদিকে, এনআইআরএফ র্যাঙ্কিং অনুযায়ী সারা দেশের মধ্যে সেরা কলেজগুলির তালিকায় অষ্টম স্থান অধিকার করেছে সেন্ট জেভিয়ার্স কলেজ। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে প্রকাশ্যে এসেছে সেরা দশটি বিশ্ববিদ্যালয়ের তালিকা।
এক নজরে দেশের সেরা দশটি বিশ্ববিদ্যালয়ের তালিকা:
১) ইন্ডিয়ান ইনস্টিটিউট সায়েন্স। ২) বেঙ্গালুরু জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। ৩) জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। ৪) যাদবপুর বিশ্ববিদ্যালয়। ৫) অমৃত বিশ্বপীঠ। ৬) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ৭) মনিপাল অ্যাকাডেমি। ৮) কলকাতা বিশ্ববিদ্যালয়। ৯) ভেল্লোর ইনস্টিটিউট অফ টেকনোলজি। ১০) হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়।
টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রের প্রকাশিত এই তালিকায় দেশের সেরা মেডিক্যাল কলেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে দিল্লির এইমসকে।