জন্মের পর থেকেই সারা দেহ ঠান্ডা। তাই ওই শিশুটিকে হাসপাতালে একটি ওয়ার্মার এর মধ্যে রাখা হয়েছিল। কিন্তু সেই ওয়ার্মারে বিপত্তির ফলে সেখানে ঝলসে গেল একটি সদ্যজাত শিশু। সময়মতো ঘটনাটি নজরে এসেছিল বলে, তা না হলে হয়তো আরও খারাপ কিছু ঘটতে পারত। ঘটনাটি ঘটেছে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ এই নিয়ে তদন্তের নির্দেশ দিলেও প্রশ্ন উঠে যাচ্ছে এই হাসপাতালের পরিকাঠামো নিয়ে।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা নয়ন তারা সরদার দিন সাতেক আগে স্থানীয় হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম দেন।কিন্তু জন্মের সময় শিশুটি একেবারেই অসুস্থ ছিল। জানা যায় সেই শিশুটি শরীরে জন্ডিস ধরা পড়েছিল। এই কারণে সেই হাসপাতালের চিকিৎসকরা বলেন ওই হাসপাতলে সদ্যোজাত শিশুর জন্ডিসের চিকিৎসা করার কোনো রকম পরিকাঠামো নেই। তারপর তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতাল এ নিয়ে আসেন পরিবারের লোকেরা। SNCU বিভাগে একটি ওয়ার্মারে রেখে চিকিৎসা শুরু করা হয়। কিন্তু তারপর যখন দুপুরবেলা ছেলেকে দুধ খাওয়াতে যান নয়ন তারা তখন দেখেন সেই ওয়ার্মারে শিশুটির দেহ একেবারে লাল হয়ে গেছে। তৎকালীন সেখানকার নার্সকে খবর দেন তিনি, এবং তড়িঘড়ি ওয়ার্মার বদলে দেওয়া হয়। বর্তমানে শিশুদের শারীরিক অবস্থা স্থিতিশীল। পরিবারের লোকেরা অভিযোগ জানিয়েছেন, হাসপাতালে গাফিলতিতে এই ঘটনা ঘটেছে।