নতুন বছরের শুরুতে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতি। গত বছরের মার্চ মাস থেকে এই করোনা সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ করে রেখেছে। তবে চলতি বছরের শুরুতে ভ্যাকসিন আসায় ও সেইসাথে করোনার প্রভাব অনেকটা কমায় খানিকটা স্বস্তিতে আছে মানুষেরা। এরই মাঝে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্কুল চালু হয়ে যাবে। এরপর আজকে রাজ্য সরকারের সিদ্ধান্ত যে এবার থেকে রাজ্য সরকারি কর্মীদের ১০০ শতাংশ হাজিরা দিতে হবে। এই নির্দেশ প্রকাশ করেছে নবান্ন। এর ফলে সমস্ত সরকারি দপ্তরে সমস্ত কর্মীকে উপস্থিত থাকতে হবে। নইলে ছুটি কাটা যাবে।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে রাজ্য সরকারি দপ্তরগুলি কাজ করছিল এতদিন। তবে বিপুল সংখ্যক কর্মী কম থাকায় সরকারি কাজের গতি ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল। তবে কিছুদিন আগে করোনা সংক্রমণ ঠেকাতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে নির্বাচনের আগে বকে কাজ মিটিয়ে নিতে এবং রাজ্য সরকারি দপ্তরগুলিতে পুরনো চেহারা ফিরিয়ে আনতে নবান্ন এবার থেকে ১০০ শতাংশ হাজিরার নির্দেশিকা জারি করেছে।