আবার শহরের বুকে মধ্যরাতে অগ্নিকান্ড। গতরাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে দমদম ক্যান্টনমেন্ট রেলস্টেশন সংলগ্ন বাজার। একশোরও বেশী দোকান আপাতত ভষ্মীভূত এবং পার্শ্ববর্তী ঝুপড়ির আট-দশটি ঘর ব্যপক ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যবসায়ীদের পাশাপাশি সহায় সম্বলহীন ওই পরিবারগুলিও। দমকলের ন'টি ইঞ্জিনের চেষ্টায় ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে আগুন, তবে অগ্নিসংযোগের কারণ এখনো নিরূপণ হয়নি। হতাহতের কোনো খবর নেই।
ঠিক কি হয়েছিল গতকাল মধ্যরাতে? স্থানীয় সূত্র মারফত জানা গেছে গতকাল রাত আড়াইটা নাগাদ আকষ্মিকভাবেই ধোঁয়ায় ঢেকে যায় পুরো বাজার এলাকা। সবাই ঘুমোচ্ছিলেন বলে টের পেতেই অনেকটা দেরি হয়ে যায়। নজরে আসতেই খবর দেওয়া হয় দমকলে। উত্তুরে হাওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন এবং শতাধিক দোকান গ্রাস করে নেয় মুহূর্তেই। ঘটনাস্থলে প্রথমে চারটি ও পরে পাঁচটি ইঞ্জিন পৌঁছালেও ঘিঞ্জি এলাকায় কারনে কাজ শুরু করতে আরও দেরী হয়। আগুন ছড়ায় পার্শ্ববর্তী ঝুপড়িতেও। সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দও পাওয়া যায়। আড়াই ঘন্টা ধরে চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। আপাতত কুলিং অফ প্রক্রিয়া চলছে। ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ী ও গৃহহীন পরিবারবর্গ। সিলিন্ডার বিস্ফোরণই আগুন লাগার কারণ এমনটা সন্দেহ করলেও জোর দিয়ে তা বলা যাচ্ছেনা, তদন্ত শুরু হয়েছে পুরো ঘটনার।