টাকা না পেয়ে ফেসবুকে যুবতীর অশ্লীল ছবি ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠল এবারে এক ব্যক্তির বিরুদ্ধে। হারাধন বিশ্বাস নামক ওই যুবককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে লালবাজার থানার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট। জানা যাচ্ছে, ফেসবুকে ওই যুবতীর সঙ্গে পরিচিত হওয়ার পর ধীরে ধীরে তার সঙ্গে কথা শুরু হয় ওই যুবকের। তারপর দুজনে দেখা করেন, ফোনে যোগাযোগ হয়, এবং তারপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয়। অভিযোগ, সেই ছবি লুকিয়ে তুলে নেয় ওই যুবক।
তারপরেই ওই যুবতীর কাছ থেকে টাকা আদায় করার পরিকল্পনা করে ওই যুবক। বিভিন্নভাবে সেই ছবিগুলি দেখিয়ে যুবতীকে ব্ল্যাকমেইল করা শুরু করে সে। কিন্তু যুবকের চাহিদা মতো টাকা দিতে নারাজ হওয়ায় তৎক্ষণাৎ তাকে ফোন করে হুমকি দেওয়া হয়। অভিযোগ উঠেছে, তারপরেই ওই যুবক ওই যুবতীর নাম নিয়ে একটি ফেসবুক একাউন্ট খুলে সেখানে ওই ছবিগুলো পোস্ট করতে থাকে। বিষয়টি পরিচিতদের কাছ থেকে জানতে পেরে তৎক্ষনাৎ লালবাজারের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী। দীর্ঘ তিন মাসের প্রচেষ্টায় হারাধনকে গ্রেফতার করেছে পুলিশ। আইটি অ্যাক্ট, ভয় দেখানো, তোলাবাজির মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে ওই অভিযুক্তকে আগামী বুধবার পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট।