আজ ৮ জুলাই দিনটি প্রত্যেক বাঙালির কাছে খুবই স্পেশাল। এটা বলার অপেক্ষা রাখে না যে আজকের দিনে ৪৯ বছর আগে বাংলায় জন্মগ্রহণ করেছিল ২২ গজের মহারাজ সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। গতকাল রাত থেকেই গোটা দেশ তথা বিশ্বের মানুষের কাছ থেকে ৪৯ বছর জন্মদিনের শুভেচ্ছার বন্যায় ভাসছে বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তার মধ্যেই প্রতি বছরের মতোই জন্মদিনে "দাদাকে" শুভেচ্ছা জানাতে তাঁর বেহালার বাড়িতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৫ টা নাগাদ বাংলার 'দাদা' র বাড়িতে আসেন 'দিদি'। মুখ্যমন্ত্রী পৌঁছাতেই তাঁকে নিতে নিচে নেমে আসেন সস্ত্রীক সৌরভ। তারপর ভিতরে গিয়ে বেশ কিছুক্ষণ সৌরভ ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪৫ মিনিট সৌরভের বাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী। মহারাজকে জন্মদিনের জন্য উপহার দেন দিদি। পাল্টা তৃণমূল সুপ্রিমোকে সিল্কের শাড়ি এবং মিষ্টি উপহার দেন সৌরভ জায়া ডোনা গঙ্গোপাধ্যায়।
গতকাল রাত থেকেই গোটা ইন্টারনেট দুনিয়া ছেয়ে আছে মহারাজের জন্মদিনের শুভেচ্ছা বার্তাতে। সকাল সকাল সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থরা। শচীন থেকে শুরু করে ভিভিএস লক্ষ্মণ সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে মহারাজকে। সচিন টেন্ডুলকার টুইটারে বাংলায় লিখেছেন, "আমার প্রিয় দাদি। শুভ জন্মদিন। আপনার সামনে একটি স্বাস্থ্যকর এবং সুখী বছর কামনা করি।" তারকাদের পাশাপাশি সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে সৌরভের বাড়ির সামনে অনুরাগীরা ভিড় জমিয়েছেন। তাদের হাতে ছিল ব্যানার ও পোস্টার। তাদেরকে নিরাশ করেননি মহারাজ। তাদের সাথে বাড়ি থেকে বেরিয়ে সেলফি তোলেন তিনি।