আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজোর বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee, CM)। সেখান থেকেই পুজো নিয়ে চলল একাধিক ঘোষণা। পূর্ব ঘোষণা অনুযায়ী, এবার পয়লা সেপ্টেম্বরে কলকাতায় চলবে দুর্গাপুজোর মিছিল। সেপ্টেম্বরের শেষে শুরু হচ্ছে দেবীপক্ষ। পঞ্চমী ৩০ সেপ্টেম্বর, ওই দিন থেকে সরকারি ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজো উপলক্ষে সরকারি ছুটি চলবে ১০ অক্টোবর পর্যন্ত। কলকাতার রেড রোডে পুজোর কার্নিভাল হবে ৮ তারিখ।
অন্যদিকে, ২৪ অক্টোবর কালী পুজো। তাই ২৪ ও ২৫ তারিখ ছুটি থাকবে কালীপুজো উপলক্ষ্যে। ২৭ তারিখ ভাইফোঁটার ছুটি। এছাড়াও ছটের ছুটি দু'দিন ৩০ ও ৩১ অক্টোবর।
এর সঙ্গেই ইলেকট্রিক সাপ্লাই ও রাজ্য বিদ্যুৎ পর্ষদকে বিদ্যুৎ বিলে ছাড় ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বাড়ল অনুদানের টাকা।করোনা পরিস্থিতিতে গত বছর পুজোয় ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছিল রাজ্য। এবার তা বেড়ে দাঁড়াল ৬০ হাজার টাকা।