দলীয় কর্মসূচির কাজে পিছিয়ে গেল ‘দিদিকে বলো-২’ (Didike Bolo-2) কর্মসূচি উদ্বোধন। জানা যাচ্ছে, ৩ মে অর্থাৎ অক্ষয় তৃতীয়ায় বাইপাসের ধারে তৃণমূলের (TMC) নতুন কার্যালয়ের উদ্বোধন। সূত্রের খবর, পুজো করে উদ্বোধন করবেন রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে উপস্থিত থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, উদ্বোধনের ২ দিন পর নতুন তৃণমূল ভবনে পা রাখবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, দিদিকে বলো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সূচনা হবে ওইদিন। এছাড়া তৃণমূলের রাজ্য কমিটির বৈঠকও হওয়ার কথা। ডেকে পাঠানো হয়েছে সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, বিভিন্ন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের।
২০১৯ এ একেবারে তৃণমূল স্তরে জনসংযোগের জন্য ‘দিদিকে বলো’ কর্মসূচি শুরু করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তাই তৃতীয়বার মসনদে বসে ‘দিদিকে বলো-২’ আনতে চলেছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, ইএম বাইপাসের সাউথ ক্যানাল রোডের একটি অতিথিশালা আপাতত তৃণমূলের অস্থায়ী পার্টি অফিস হতে চলেছে। কারণ তপসিয়া রোডের তৃণমূল ভবন সংস্কারের কাজ চলছে, তাই কাজ না শেষ হওয়া পর্যন্ত ইএম বাইপাসের সাউথ ক্যানাল রোড থেকেই চলবে যাবতীয় কাজ।